সিন্দুকছড়ি জোনের মাসিক মত বিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ১২:৩২ পূর্বাহ্ণ, মে ২২, ২০২৪

আব্দুর রহিম, খাগড়াছড়ি::পার্বত্য খাগড়াছড়ি জেলার গুইমারা রিজিয়নের সিন্দুকছড়ি জোন কর্তৃক সেনাবাহিনীর ৩ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির মাসিক নিরাপত্তা ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

২১মে মঙ্গলবার, পাহাড়ের শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তার বিষয়ে জোনের মাল্টিপারপাস শেডে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিন্দুকছড়ি জোনের জোন কমান্ডার সৈয়দ পারভেজ মোস্তাফা পিএসসি জি। এ সময় আরো উপস্থিত ছিলেন, জোন উপ-অধিনায়ক মেজর হাসান মাহমুদ, এসপিপি, পিএসসি, গুইমারা থানার অফিসার ইনর্চাজ মোঃ আরিফুল আমিন, মানিকছড়ি থানার অফিসার ইনর্চাজ মোঃ ইকবাল উদ্দিন, যোগ্যাছোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন, বাটনাতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুর রহিম, তিনটহরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, মানিকছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারমান মোঃ শফিকুর রহমানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রধান শিক্ষকগণ, গণ্যমান্য ব্যক্তি, হেডম্যান, কার্বারী, জনপ্রতিনিধি ও সাংবাদিক বৃন্দ।

সভায় প্রধান অতিথির বক্তব্যে ও উপস্থিতিদের আলোচনায় মানিকছড়ি, গুইমারা, জালিয়াপাড়া, বড়পিলাক, সিন্দুকছড়ি, হাফছড়ি মাদকদ্রব্য চোরাচালান, উৎপাদান ও সরবরাহ, জোনের দায়িত্বপূর্ণ এলাকায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা, বাজার শৃঙ্খলা, সরকারি সড়কের সুরক্ষার মতো বিষয় তুলে ধরেন আলোচকরা।

এসময় বক্তারা জোন কমান্ডার সৈয়দ পারভেজ মোস্তফা পিএসসি, জি কে সিন্দুকছড়ি জোনের আওতাধীন সামাজিক অবকাঠামোর উন্নয়ন প্রসঙ্গে জোনের দায়িত্বপূর্ণ এলাকার আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি উপজেলা পরিষদ নির্বাচন, পাহাড় কাটা, সন্ত্রাস নির্মূল, শিক্ষা ও চিকিৎসা সেবাসহ নানান বিষয় তুলে ধরেন বক্তারা।