মৎস্য কর্মকর্তার ঘুষ বাণিজ্যের প্রতিবাদে জেলেদের মানববন্ধন দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১২:৫৬ পূর্বাহ্ণ, মে ২৩, ২০২৩ অনলাইন ডেস্ক : পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা মোসলেম উদ্দিন খানের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য, স্বেচ্ছাচারিতা, অনিয়মের প্রতিবাদে মানববন্ধন করেছেন জেলেরা। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মজিদবাড়িয়া ইউনিয়নের ভয়াং বাজার সংলগ্ন পায়রা নদীর তীরে ওই ইউনিয়নের প্রকৃত মৎস্যজীবীরা এ মানববন্ধন করেন। মানববন্ধনে জেলে তোতা হাওলাদার, ওয়ারেচ হাওলাদার, মো. সোরাফ হাওলাদার অভিযোগ করে বলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মোসলেম উদ্দিন খান বকনা গরু দেয়ার কথা বলে আমাদের কাছ থেকে এক হাজার করে টাকা নেন। পরে প্রত্যেকের কাছে আরও পাঁচ হাজার টাকা করে দাবি করেন। সেই টাকা না দেয়ায় আমাদেরকে বকনা গরু দেয়নি আর টাকাও ফেরত দেয়নি। কিন্তু জেলেদের গরু না দিয়ে মোটা অংকের টাকার বিনিময়ে আলম খান ও কালাম খান (কৃষি কাজ), সালাম হাওলাদার (১০ বছর যাবৎ ঢাকায় দারোয়ানের কাজ করেন) ও বজলু আকন (ফলের দোকান), পান্না গাজী (চায়ের দোকান) সহ অন্যদের গরু দিয়েছেন। যাদেরকে গরু দিয়েছেন তারা কেউই জেলে না। অথচ আমরা মাছ শিকার করে জীবিকা নির্বাহ করি। বর্তমানে মাছ ধরায় সরকারের নিষেধাজ্ঞার কারণে আমরা পরিবার পরিজন নিয়ে অনাহারে দিন কাটাচ্ছি। তারা আরও বলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মোসলেম উদ্দিন খান ভয়াং বাজারে এলে প্রতিবার আমাদের থেকে মোটরসাইকেলের তেল খরচ নিতেন আর বলতেন তোমাদের কাজেই তো আসি। এমনকি তিনি দুপুরে হোটেলে খাবার খেলে সেই বিলও জেলেদের দিতে হয়।উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, উপজেলার ছয়টি ইউনিয়নে মোট তালিকাভুক্ত জেলের সংখ্যা দুই হাজার ২৫০ জন। গত ১১ মে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের মাধ্যমে বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে মির্জাগঞ্জে ৫০ জন জেলের মাঝে বকনা গরু বিতরণ করে উপজেলা মৎস্য বিভাগ। ইলিশের প্রজনন, বেড়ে ওঠা ও উৎপাদন বাড়াতে নিষেধাজ্ঞার সময় প্রতিটি জেলে পরিবারকে প্রণোদনা হিসেবে মৎস্য বিভাগ জেলেদের মাঝে বিনামূল্যে বকনা গরু বিতরণ কার্যক্রম শুরু করেছে। প্রতিটি গরুর জন্য সরকারি বরাদ্দ ছিল ২৮ হাজার টাকা। উপকারভোগী মো. আশ্রাফ আলী ও মো. নাসির সিকদার বলেন, আমরা সরকারের দেয়া বকনা গরু পেয়েছি। গরু নিতে আমাদের ৫০ জনকে চুক্তিপত্রের জন্য মৎস্য অফিসারকে এক হাজার টাকা করে দিতে হয়েছে। অভিযোগ অস্বীকার করে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মোসলেম উদ্দিন খান বলেন, যাচাই-বাছাই করে যাদের জেলে কার্ড আছে তাদেরকেই গরু দেয়া হয়েছে। জেলেদের কাছ থেকে কোনো টাকা-পয়সা নেয়া হয়নি। জেলা মৎস্য কর্মকর্তা মো. কামরুল ইসলাম বলেন, বকনা গরু বিতরণে কোনো অনিয়ম হলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। Share this:FacebookX Related posts: সাংবাদিক মিজানুরকে হত্যা মামলা থেকে অব্যাহতির দাবিতে মির্জাগঞ্জে মানববন্ধন তালতলীতে পূর্ণাঙ্গ হাসপাতালের দাবিতে মানববন্ধন শাওন হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন পাবনার চরতারাপুরে অবাধে বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন মির্জাগঞ্জে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে মানববন্ধন দেবীগঞ্জে প্রধান শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন গুরুদাসপুরে উপজেলা চেয়ারম্যানের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন হালুয়াঘাটে রাস্তার নিন্মমানের কাজের প্রতিবাদে মানববন্ধন ধারা আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ তৌফিকুর রহমানকে বরখাস্তের প্রতিবাদে মানববন্ধন গ্রাহকের আড়াই কোটি টাকা নিয়ে উধাও হায় হায় কোম্পানি, আটক ২ মির্জাগঞ্জে পুলিশ কর্মকর্তাসহ আরও ৩ জন করোণায় আক্রান্ত SHARES Matched Content দেশের খবর বিষয়: ঘুষ বাণিজ্যেরজেলেদেরপ্রতিবাদেমৎস্য কর্মকর্তারমানববন্ধন