শাওন হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ৪:৫৬ অপরাহ্ণ, আগস্ট ৩০, ২০২০

অনলাইন ডেস্ক : পটুয়াখালীর বাউফলে কলেজছাত্র রাশেদুল হাসান শাওন খন্দকারের (২৫) হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। রোববার সকাল সাড়ে ১০টায় বাউফল-ঢাকা সড়কের বিলবিলাস বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন, নিহতের বড় ভাই রাকিবুল হাসান সাগর, বাউফল ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক হাবিবউল্লাহ হাবিব, ইউনিয়ন যুবদলের সভাপতি জি এম নুরুল ইসলাম, ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক তানভীরুল ইসলাম কোয়েল ও উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আহসান হাবিব প্রমূখ।

গত ২৪ আগষ্ট (সোমবার) বেলা ১১টায় ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের স্নাতকোত্তর শ্রেণীর ছাত্র শাওনকে খুন করে তারই বন্ধু রাজিব রাজা। ঘটনার এক ঘন্টার মধ্যেই ঘাতক রাজিবকে আটক করে পুলিশ।

হত্যাকাণ্ডের ঘটনায় রাজিব ছাড়াও আরও একাধিক ব্যক্তি জড়িত দাবি করে বক্তারা বলেন, বাকি আসামিদের আটকের বিষয়ে পুলিশ উদাসীন।