দেবীগঞ্জে প্রধান শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত: ১২:১২ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০২১

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধি ; পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার বিশিষ্ট কবি, ছড়াকার, শিক্ষক ও দেবীগঞ্জ সাহিত্য পরিষদের সন্মানিত সভাপতি সোনাহার বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক দুলালের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও উপজেলা নির্বাহী অফিসার বরাবরে স্বারকলিপি প্রদান করা হয়েছে।

১৪ ফেব্রুয়ারী (রবিবার) সকালে উপজেলা পরিষদ চত্বরে সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে ঘণ্টা ব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে রাজ্জাক দুলালের উপর হামলা কারীদের অতি দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য দাবী জানানো হয়।

উল্লেখ্য, গত ১০ ফেব্রুয়াবী বিশিষ্ট কবি, ছড়াকার, শিক্ষক ও দেবীগঞ্জ সাহিত্য পরিষদের সন্মানিত সভাপতি সোনাহার বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক দুলালের উপর দুপুর বেলায় সোনাহার বাজারের কয়েক জন সন্ত্রাসী হামলা চালায়। এ ঘটনার প্রেক্ষিতে দেবীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন তিনি।