সাংবাদিক মিজানুরকে হত্যা মামলা থেকে অব্যাহতির দাবিতে মির্জাগঞ্জে মানববন্ধন দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১০:০২ অপরাহ্ণ, জুন ৩, ২০২০ মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর বাউফলে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে যুবলীগ কর্মী নিহতের ঘটনায় করা মামলায় প্রথম আলো পত্রিকার বাউফল উপজেলা প্রতিনিধি এবিএম মিজানুর রহমানকে আসামি করার প্রতিবাদে মানববন্ধন পালন করা হয়েছে। মির্জাগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে বুধবার (৩ জুন) সকাল সাড়ে এগারোটায় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে নিন্দা জানানোর পাশাপাশি দ্রুত মামলা থেকে সাংবাদিক মিজানুর রহমানের নাম প্রত্যাহারের দাবি জানানো হয়। হত্যা মামলায় একজন পেশাদার সাংবাদিককে ষড়যন্ত্রমূলক ভাবে আসামি করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মানববন্ধনে সাংবাদিকরা বলেন, প্রকৃত ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করতে গিয়ে সাংবাদিকেরা কোনো দল বা গ্রুপের প্রতিহিংসার শিকার হওয়া স্বাধীন সাংবাদিকতার ক্ষেত্রে বড় হুমকি। তাই অতি দ্রুত ওই মামলা থেকে সাংবাদিক মো. মিজানুর রহমান মিজানের নাম প্রত্যাহার করার দাবি জানায়। মির্জাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আনিসুর রহমানের উপস্থিতিতে মানববন্ধনে বক্তব্য দেন সাংবাদিক মোঃ জাকির হোসেন, ফারুক খান,মোঃ সামসুল হক, উত্তম গোলদার, রফিকুল ইসলাম সাদ্দাম, সোহাগ হোসেন,মোঃ কামরুজ্জামান বাধঁন। উল্লেখ্য, গত ২৪ মে রোববার বাউফল থানা ও জেলা পরিষদ বাংলোর সামনে তোরণ নির্মাণের ঘটনাকে কেন্দ্র করে আওয়ামীলীগের দুই গ্রুপের সমার্থকদের মধ্যে সংঘর্ষ হয়। ওই ঘটনায় যুবলীগের কর্মী তাপস গুরুতর আহত হন। তাঁকে বরিশালের শের-ই বাংলা মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় ওই দিন সন্ধ্যা সাড়ে সাতটায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় তাপসের ভাই বাদী হয়ে ৩৫ জনকে আসামি করে হত্যা মামলা করেন। এই মামলায় প্রথম আলোর বাউফল উপজেলা প্রতিনিধি মো. মিজানুর রহমানেরও আসামি করা হয়েছে। Share this:FacebookX Related posts: মির্জাগঞ্জে ঘর ভাংচুর, তরুণীকে পিটিয়ে জখম মির্জাগঞ্জে ৫৭ টি আশ্রয় কেন্দ্রে১৪ হাজারের বেশি মানুষ আশ্রয় নিয়েছে মির্জাগঞ্জে পুলিশ কর্মকর্তাসহ আরও ৩ জন করোণায় আক্রান্ত মির্জাগঞ্জে বাস মালিক সমিতির সংবাদ সম্মেলন মির্জাগঞ্জে স্কুল শিক্ষক ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাসহ আক্রান্ত-৪ মির্জাগঞ্জ প্রেসক্লাবের সভাপতির রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল মির্জাগঞ্জে স্বাস্থ্য বন্ধু ও ওয়াইপিএসডি’এর যৌথ উদ্যোগে ফ্রী চিকিৎসা ও মাস্ক বিতরণ তালতলীতে পূর্ণাঙ্গ হাসপাতালের দাবিতে মানববন্ধন মির্জাগঞ্জে খাল খননে অনিয়মের অভিযোগ মির্জাগঞ্জে শিক্ষক কর্মচারীর প্রনোদনা তালিকায় অনিয়মের অভিযোগ মির্জাগঞ্জে বিএনপির ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত মির্জাগঞ্জে ১৭ বছরেও হয়নি কমিটি, নেতৃত্বশূন্য ছাত্রদল SHARES Matched Content দেশের খবর বিষয়: অব্যাহতির দাবিতেমানববন্ধনমির্জাগঞ্জেসাংবাদিক মিজানুরকেহত্যা মামলা থেকে