ধারা আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ তৌফিকুর রহমানকে বরখাস্তের প্রতিবাদে মানববন্ধন দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৬:৫৯ অপরাহ্ণ, মে ১, ২০২৩ হালুয়াঘাট(ময়মনসিংহ)প্রতিনিধি : ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ঐতিহ্যবাহী ধারা আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ তৌফিকুর রহমানকে বরখাস্তের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০এপ্রিল) বিকালে ধারা আদর্শ ডিগ্রি কলেজ প্রাঙ্গনে প্রায় শতাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে কলেজের ছাত্র/ছাত্রীদের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, অবৈধ কমিটি কর্তৃক নিয়ম বর্হিভূত ভাবে সম্পুর্ণ মিথ্যা বানোয়াট অভিযোগের ভিত্তিতে কলেজের অধ্যক্ষ তৌফিকুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে । বিষয়টি আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে জানতে পারি। আমাদের অধ্যক্ষ স্যার অত্যান্ত ভাল মানুষ, আমাদের স্যার কলেজের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড করেছেন। আমরা স্যারকে স্বপদে বহাল দেখতে চাই। যদি কমিটির সাথে কোন প্রকারের দ্বন্ধ থেকে থাকে তাহলে ছাত্র/ছাত্রীসহ সকলকে নিয়ে বসে আলোচনার মাধ্যমে সমাধান করার আহবান জানান। এ সময় বক্তব্য রাখেন, কলেজ শিক্ষার্থী সৌরভ আহমেদ, সরাজুল ইসলাম টুটুল, নাজমুল হোসেন, তিতাস, আরাফাত, রিফাত, শিশির ও রাসেল। স্থানীয় এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন সাবেক ইউপি সদস্য আওয়ামীলীগ নেতা বিল্লাল হোসেন প্রমূখ। Share this:FacebookX Related posts: হালুয়াঘাটে রাস্তার নিন্মমানের কাজের প্রতিবাদে মানববন্ধন সাংস্কৃতিক ব্যক্তিত্বের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন জামালপুরে শিক্ষানবিশ আইনজীবীদের মানববন্ধন জামালপুরে করোনা টেস্ট ফি বাতিলসহ বেকার ভাতার দাবিতে মানববন্ধন সরিষাবাড়ীতে হত্যা মামলার আসামিদের শাস্তির দাবিতে মানববন্ধন মির্জাগঞ্জে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে মানববন্ধন চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন দেবীগঞ্জে প্রধান শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন গুরুদাসপুরে উপজেলা চেয়ারম্যানের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ভালুকায় হয়রানীমূলক মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন হালুয়াঘাটে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন কৃষি কর্মকর্তাকে হুমকির প্রতিবাদে মানববন্ধন SHARES Matched Content দেশের খবর বিষয়: অধ্যক্ষতৌফিকুর রহমানকেধারা আদর্শ ডিগ্রি কলেজেরপ্রতিবাদেবরখাস্তেরমানববন্ধন