মির্জাগঞ্জে পুলিশ কর্মকর্তাসহ আরও ৩ জন করোণায় আক্রান্ত

প্রকাশিত: ৩:৩৪ অপরাহ্ণ, জুন ১৩, ২০২০

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর মির্জাগঞ্জে ১ পুলিশ কর্মকর্তা সহ মোট ৩ জন করোণায় আক্রান্ত হয়েছে। শুক্রবার (১২ জুন) বিকালে এ তথ্য নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার দিলরুবা ইয়াসমিন লিজা।

তিনি বলেন, কাঠালতলী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ, ঝাটিবুনিয়া গ্রামের হারুন শিকদারের স্ত্রী, সুবিদখালী বাজারের এক ব্যবসায়ীর করোনা রিপোর্ট পজিটিভ এসেছে।

এযাবত মোট ২৭৪ জনের নমুনা পরীক্ষা জন্য পাঠানো হলেও ২৬৭ জনের রিপোর্ট পাওয়া গিয়েছে। মোট ৬ জনের করোনা পজিটিভ এসেছে।এদের মধ্যে ১জন ৪জুন মার গিয়েছে।