ভোটে সেনা মোতায়েন চান জাহাঙ্গীরের মা দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১২:৫৯ পূর্বাহ্ণ, মে ২৩, ২০২৩ অনলাইন ডেস্ক : আসন্ন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে সেনা মোতায়েনের জন্য নির্বাচন কমিশন (ইসি) ও কূটনীতিকদের কাছে চিঠি পাঠিয়েছেন স্বতন্ত্র মেয়রপ্রার্থী ও সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা জায়েদা খাতুন। চিঠিতে কূটনীতিকদের মাধ্যমে নির্বাচন পর্যবেক্ষণ করার অনুরোধও জানিয়েছেন তিনি। রোববার (২১ মে) বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনারদের কাছে লেখা এক চিঠিতে এ দাবি জানান তিনি।তিন পাতার ওই চিঠিতে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন-২০২৩ পর্যবেক্ষণ করা এবং অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে সেনাবাহিনী মোতায়েন, প্রতিটি ভোটকেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগসহ বেশ কয়েকটি দাবি বাস্তবায়নে নির্বাচন কমিশনের প্রতি অনুরোধ জানানোর আহ্বান জানানো হয়েছে। ইংরেজিতে লেখা জায়েদা খাতুনের চিঠিটি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সৌদি আরব, চীন, ভারতসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনারদের কাছে পাঠানো হয়েছে। এর আগে প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিব, রিটার্নিং অফিসারসহ অন্যদের কাছে একই দাবিতে চিঠি পাঠানো নির্বাচন টেবিল ঘড়ি প্রতীকের স্বতন্ত্র এ প্রার্থী। চিঠিতে জায়দা খাতুন বলেন, ‘আমি জায়েদা খাতুন আসন্ন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে টেবিল ঘড়ি প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছি। আমি গাজীপুর সিটির সাবেক মেয়র অ্যাডভোকেট জাহাঙ্গীর আলমের মা। আপনারা সবাই অবগত আছেন যে, নির্বাচনের তফসিল ঘোষণার পর আমার ছেলে গাজীপুর সিটি করপোরেশনের সবচেয়ে জনপ্রিয় ও নির্বাচিত মেয়র জাহাঙ্গীর আলমের প্রার্থিতা সম্পূর্ণ অন্যায়ভাবে বাতিল করা হয়েছে। আমার ছেলের প্রতি যে অন্যায়-অবিচার করা হয়েছে তার প্রতিবাদ করতে ও সত্য প্রতিষ্ঠার জন্য লড়াই করছি।’ তিনি আরও উল্লেখ করেন, ‘গাজীপুরে আমি আমার নির্বাচনী প্রচারণায় নামলেই লাখো শান্তিপ্রিয় মানুষ আমার প্রচারণায় অংশ নিচ্ছেন। ৯ মে প্রতীক পাওয়ার পর থেকে নির্বাচনী আইন অনুযায়ী আমি প্রচারণা চালিয়ে যাচ্ছি। আমার প্রতিপক্ষ প্রার্থী ক্ষমতাসীন দল আওয়ামী লীগ মনোনীত অ্যাডভোকেট আজমত উল্লা খান আমাকে নির্বাচনী এলাকায় প্রচারণায় বাধা দিচ্ছেন। আমার জনসংযোগে হামলা করছেন এবং আমার নির্বাচনী কাজে নিয়োজিত পোলিং এজেন্ট এবং সম্ভাব্য পোলিং এজেন্টদের বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দিচ্ছেন। ব্যক্তিগত গুন্ডা ও প্রশাসনের ছদ্মবেশে বিশেষ পুলিশ পরিচয়ে তাদের ভয় ও হুমকি দেওয়া হচ্ছে।’ অভিযোগে জায়েদা খাতুন বলেন, ‘আমি এসব ঘটনা জানিয়ে একাধিকবার নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছি। ১৮ মে প্রধান নির্বাচন কমিশনারের কাছে লিখিত অভিযোগ দিয়েছি। সবশেষ ১৮ মে বিকেলে মহানগরীর টঙ্গীর ৪৪ নম্বর ওয়ার্ডে গণসংযোগকালে আজমত উল্লা খানের সন্ত্রাসী বাহিনী আমার গাড়িবহরকে বাধা দেয়। আমার নির্বাচনী কাজে ব্যবহৃত গাড়িটি ভাঙচুর করে।’ এসব কারণে বিদেশি কূটনীতিকদের দিয়ে নির্বাচন পর্যবেক্ষণ এবং সেনা মোতায়েনের অনুরোধ জানিয়েছেন স্বতন্ত্র এ প্রার্থী। এ বিষয়ে জায়েদা খাতুনের ছেলে ও সিটি করপোরেশন নির্বাচনের প্রধান নির্বাচনী সমন্বয়কারী সাবেক মেয়র জাহাঙ্গীর আলম বলেন, ‘এ বিষয়ে আমরা পরে আপনাদের জানাবো।’ তবে চিঠি পাঠানোর বিষয়টি তিনি স্বীকার করেছেন। Share this:FacebookX Related posts: গাইবান্ধা-৩, বাগেরহাট-৪, ঢাকা-১০ আসনের উপনির্বাচন ২১ মার্চ চট্টগ্রাম সিটি-যশোর-বগুড়ায় ভোট ২৯ মার্চ স্বতন্ত্র প্রার্থী আগামীতে নৌকার মনোনয়ন পাবেন না: ওবায়দুল কাদের ৬২ পৌরসভায় মেয়র নির্বাচিত হলেন যারা ৪টি আসনে উপনির্বাচন জুলাইয়ে, তফসিল ২৪ মে ইউপি ও পৌরসভার ভোট স্থগিত, পেছাল তিন উপ-নির্বাচন ‘নির্বাচনকালীন সরকারপ্রধান হবেন শেখ হাসিনা’ নির্বাচনকালীন নির্দলীয় সরকার জরুরি: মাহবুব কুমিল্লার নতুন মেয়র নৌকার রিফাত আমরা ইভিএমে নির্বাচন করবো: রওশন সেপ্টেম্বরের মধ্যে যে ৫ সিটিতে নির্বাচন ৫ সিটি নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী ঘোষণা SHARES Matched Content জাতীয় বিষয়: জাহাঙ্গীরের মাভোটেসেনা মোতায়েন চান