তালতলীতে পূর্ণাঙ্গ হাসপাতালের দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ৬:৪২ অপরাহ্ণ, জুলাই ১৩, ২০২০

অনলাইন ডেস্ক : বরগুনার তালতলীতে পূর্ণাঙ্গ হাসপাতালের দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টায় একযোগে উপজেলার ৭ ইউনিয়নের হাট-বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বৃষ্টি উপেক্ষা করে মানববন্ধনে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার শিশু থেকে বৃদ্ধ সকল বয়সের আনুমানিক অর্ধ লক্ষাধিক মানুষ অংশগ্রহণ করেন।

এ সময় বক্তারা বলেন, তালতলী উপজেলা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া উপহার। অথচ তার এই উপহারের উপজেলাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেই। যা অত্যন্ত দুঃখজনক। চিকিৎসা সেবা পাওয়া সকল মানুষের মৌলিক অধিকার। তাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমাদের দাবি, উপকূলের মানুষের বেঁচে থাকার জন্য ৫০ শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাব-সেন্টার ২০ শয্যা বিশিষ্ট তালতলী হাসপাতাল। ডেপুটেশনের চিকিৎসক দিয়ে এখানে চলছে চিকিৎসা সেবা।