গুরুদাসপুরে উপজেলা চেয়ারম্যানের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৬:০৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০২১ সময় সংবাদ ডেস্কঃগুরুদাসপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেনের ওপর হামলার প্রতিবাদ জানিয়ে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে উপজেলা চেয়ারম্যান অ্যাসোসিয়েশন। সোমবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত কর্মসূচি পালন করা হয়। এতে উপজেলার সর্বস্তরের কয়েক হাজার নারী-পুুরুষ স্থানীয় সাংসদ আব্দুল কুদ্দুস বিরোধী প্লাকার্ড, ব্যানার, ফেস্টুন হাতে মিছিল করেন। প্রথমে পৌর সদরের চাঁচকৈড় বাজার থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। পরে চাঁচকৈড় থেকে গুরুদাসপুর পৌরসভা পর্যন্ত দীর্ঘ এক কিলোমিটার এলাকাজুড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে উপজেলা পরিষদ চত্বরে সমাবেশ করেন অ্যাসোসিয়েশনের নেতারা। হামলার ঘটনাকে কেন্দ্র করে এর আগেও উপজেলা চেয়ারম্যান অ্যাসোসিয়েশন কলম বিরতি ও কালো ব্যাজ ধারণ করে ঘটনার প্রতিবাদ জানিয়েছিল। তাছাড়া উপজেলা ও পৌর আ’লীগের নেতৃত্বে বিক্ষোভ সমাবেশও হয়। দলীয় সূত্র জানিয়েছে, ৫ ফেব্রুয়ারি শুক্রবার দুপুরে উপজেলার চাপিলা ইউনিয়নের কালিবাড়ী রায়পুর গ্রামে পুকুর খনন সংক্রান্ত সালিশি বৈঠকে চেয়ারম্যান আনোয়ার হোসেনকে মারধর করা হয়। চেয়াম্যানের দুলাভাই আব্দুল মান্নান বাদী হয়ে সাংসদ সমর্থক ৯ জনকে অভিযুক্ত করে গুরুদাসপুর থানায় একটি মামলা দায়ের করেন। হামলার শিকার আনোয়ার বলেন, উপজেলার রায়পুর গ্রামে পুকুর খননকে কেন্দ্র করে সালিশি বৈঠকে সাংসদ কুদ্দুসের মদদে সবুর মিয়াসহ বেশ কয়েকজন তাকে মারধর করেন। গুরুদাসপুর পৌরসভার মেয়র উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মো. শাহনেওয়াজ বলেন, পৌর নির্বাচনে নৌকার ভোট করায় সাংসদ কুদ্দুস আনোয়ারের ওপর ক্ষিপ্ত হয়ে সন্ত্রাসী বাহিনী দিয়ে ওই হামলা চালান। বিদ্রোহীর প্রার্থীর পক্ষ নিয়ে পরাজিত হয়ে সাংসদ এসব কর্মকাণ্ড চালাচ্ছেন। সমাবেশে হামলার ঘটনায় প্রতিবাদ ও নিন্দা জানিয়ে আসামিদের গ্রেপ্তারের দাবিতে বক্তব্য রাখেন, বাংলাদেশ উপজেলা চেয়ারম্যান অ্যাসোসিয়েশন নাটোর জেলা শাখার সভাপতি ও লালপুর উপজেলা চেয়ারম্যান মো. ইসাহক আলী, সাধারণ সম্পাদক সিংড়া উপজেলা চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক, বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, হামলার শিকার গুরুদাসপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, গুরুদাসপুর পৌরসভার মেয়র উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মো. শাহনেওয়াজ আলী, জেলা আ’লীগের যুগ্ম সম্পাদক সরকার এমদাদুল হক, গুরুদাসপুর পৌর আ’লীগের সভাপতি মো. জাহিদুল ইসলাম প্রমুখ। গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুর রাজ্জাক জানান, এ ঘটনায় আসামিরা জামিনে মুক্ত আছেন। তবে উপজেলা চেয়ারম্যানসহ জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে। নাটোর জেলা আ’লীগের সভাপতি স্থানীয় সাংসদ আব্দুল কুদ্দুস জানান, তিনি এই ঘটনায় সম্পৃক্ত নন। তাকে জড়িয়ে মিথ্যাচার করা হচ্ছে। Share this:FacebookX Related posts: পাবনার চরতারাপুরে অবাধে বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন মির্জাগঞ্জে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে মানববন্ধন দেবীগঞ্জে প্রধান শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন চার শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় গৌরীপুর এসএসসি ৯৫ ব্যাচের মানববন্ধন পটিয়ায় মসজিদের জায়গা জোর পূর্বক দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন বীরগঞ্জে রাস্তার দাবিতে মানববন্ধন মুন্সীগঞ্জে পিসিআর ল্যাব স্থাপনের দাবিতে মানববন্ধন ঈশ্বরগঞ্জে ব্রহ্মপুত্রের ভাঙ্গন রোধে মানববন্ধন তালতলীতে পূর্ণাঙ্গ হাসপাতালের দাবিতে মানববন্ধন নওগাঁর পাহাড়পুরে বিশ্ববিদ্যালয় পুনঃ প্রতিষ্ঠার দাবীতে মানববন্ধন পঞ্চগড়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে জাগপার মানববন্ধন বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে সরকারি এডওয়ার্ড কলেজে প্রতিবাদ সভা ও মানববন্ধন SHARES Matched Content দেশের খবর বিষয়: গুরুদাসপুরে উপজেলা চেয়ারম্যানের ওপরপ্রতিবাদেমানববন্ধনহামলার