যুদ্ধাপরাধ মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

প্রকাশিত: ১:২১ পূর্বাহ্ণ, মে ৮, ২০২৩

অনলাইন ডেস্ক : ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় যুদ্ধাপরাধসহ তিনটি মামলায় ৬০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. আলিম উদ্দিন খানকে (৭৭) গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৭ মে) দুপুর ১২টার দিকে গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাঈদ ইউনিয়নের বেলদিয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। মো. আলিম উদ্দিন খান ছয় বছর ধরে পলাতক ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, আলিম উদ্দিন খান ৭১-এর মহান মুক্তিযুদ্ধে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধবিরোধী ভূমিকায় লিপ্ত হন। তার সশস্ত্র রাজাকার সহযোগী ফয়জুল্লাহ, আব্দুর রাজ্জাক, সামসুজ্জামান কালাম, আব্দুল খালেক, বাদশা, খলিলুর রহমান মীর গংদের নেতৃত্ব দিয়ে তিনি গফরগাঁও উপজেলার নিগুয়ারি, টাংগাব, দত্তেরবাজার ইউনিয়নের গ্রামে গ্রামে লুটপাট, অগ্নিসংযোগ, অপহরণ, আটক, নির্যাতন, মুক্তিপণ আদায়, ধর্ষণ, হত্যাসহ বিভিন্ন মানবতাবিরোধী অপরাধ করেন।

২০১৬ সালের সাধুয়ার গ্রামে আফাজ উদ্দিন বাদী হয়ে মো. আলিম উদ্দিন খান ও তার সহযোগীদের নামে মানবতাবিরোধী মামলা করেন। ২০১৭ সালের ৬ এপ্রিল ট্রাইব্যুনাল তার নামে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এরপর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।

এ বিষয়ে পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুজ্জামান বলেন, তিনটি মামলায় ২০ বছর করে মোট ৬০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত মো. আলিম উদ্দিনকে আদালতের মাধ্যমে ময়মনসিংহ জেলহাজতে পাঠানো হয়েছে।