শিশু ধর্ষণ চেষ্টা মামলার আসামি গ্রেফতার

প্রকাশিত: ৫:৪৯ অপরাহ্ণ, এপ্রিল ৭, ২০২৩

অনলাইন ডেস্ক : খুলনার দাকোপে এক শিশুকে (১০) ধর্ষণ চেষ্টার অভিযোগে দেলোয়ার গাজী নামের একজনকে গ্রেফতার করেছে র‌্যাব ৬।বৃহস্পতিবার রাতে তাকে নগরীর সাচিবুনিয়া থেকে গ্রেফতার করা হয়।

গণমাধ্যমে পাঠানো র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ওই শিশুকন্যা তার মায়ের সঙ্গে নানার বাড়িতে বেড়াতে আসে। গত বুধবার (০৫ এপ্রিল) সকালে ওই শিশুটি নানা বাড়ির একটি কক্ষে ঘুমিয়ে ছিল। বাড়িতে কেউ না থাকার সুযোগে দেলোয়ার গাজী ঘরে প্রবেশ করে। শিশুটিকে ঘুম থেকে জাগিয়ে কাপড়-চোপড়, মেহেদী ও জুতা কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে ধর্ষণ করার চেষ্টা করে। শিশুটি চিৎকার করলে দেলোয়ার গাজী পালিয়ে যায়।

ঘটনাটি জেনে শিশুটির মা দেলোয়ারকে আসামি করে থানায় ধর্ষণ চেষ্টার মামলা দায়ের করেন।

গোপন সংবাদের ভিত্তিতে নগরীর সাচিবুনিয়া থেকে তাকে গ্রেফতার করে র‍্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ওই ঘটনার সঙ্গে জড়িত বলে স্বীকার করে। পরবর্তীতে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।