১৩৯৬ কোটি টাকা মানিলন্ডারিং মামলার আসামি গ্রেফতার

প্রকাশিত: ৪:০৩ অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০২২

অনলাইন ডেস্ক : ১৩৯৬ কোটি টাকা পাচারের অভিযোগে ২৯ মানিলন্ডারিং মামলার আসামি মো. শহীদুল আলমকে গ্রেফতার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

রোববার রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পুলিশের সহযোগিতায় তাকে গ্রেফতার করা হয়।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের যুগ্ম পরিচালক মানস কুমার বর্মন এ তথ্য জানান।

জানা যায়, মো. শহীদুল আলম ও তার অন্যান্য সহযোগী মিলে চারটি ভুয়া প্রতিষ্ঠান খোলেন। মেসার্স এগ্লোবিডি অ্যান্ড জেপি, হেনান আনহুই এগ্রো এলসি, হেব্রা ব্রাঙ্কো এবং চায়না বিডিএল নামের এসব প্রতিষ্ঠানের নামে ক্যাপিটাল মেশিনারি আমদানির ঘোষণা দেন।

পরে এসব প্রতিষ্ঠানের নামে বিপুল পরিমাণ মদ, সিগারেট, এলইডি টিভি, গুঁড়া দুধ ও ফটোকপির মেশিনসহ বিভিন্ন পণ্য আমদানি করে শুল্ক ফাঁকি দিয়ে মোট ১৩৯৬ কোটি ১৪ লাখ টাকা পাচার করেন তিনি।

এ বিপুল পরিমাণ অর্থ পাচারের অভিযোগে তার বিরুদ্ধে ২৯টি মামলা করা হয়েছে বলে জানা গেছে।