১৩৯৬ কোটি টাকা মানিলন্ডারিং মামলার আসামি গ্রেফতার দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৪:০৩ অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০২২ অনলাইন ডেস্ক : ১৩৯৬ কোটি টাকা পাচারের অভিযোগে ২৯ মানিলন্ডারিং মামলার আসামি মো. শহীদুল আলমকে গ্রেফতার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। রোববার রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পুলিশের সহযোগিতায় তাকে গ্রেফতার করা হয়। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের যুগ্ম পরিচালক মানস কুমার বর্মন এ তথ্য জানান। জানা যায়, মো. শহীদুল আলম ও তার অন্যান্য সহযোগী মিলে চারটি ভুয়া প্রতিষ্ঠান খোলেন। মেসার্স এগ্লোবিডি অ্যান্ড জেপি, হেনান আনহুই এগ্রো এলসি, হেব্রা ব্রাঙ্কো এবং চায়না বিডিএল নামের এসব প্রতিষ্ঠানের নামে ক্যাপিটাল মেশিনারি আমদানির ঘোষণা দেন। পরে এসব প্রতিষ্ঠানের নামে বিপুল পরিমাণ মদ, সিগারেট, এলইডি টিভি, গুঁড়া দুধ ও ফটোকপির মেশিনসহ বিভিন্ন পণ্য আমদানি করে শুল্ক ফাঁকি দিয়ে মোট ১৩৯৬ কোটি ১৪ লাখ টাকা পাচার করেন তিনি। এ বিপুল পরিমাণ অর্থ পাচারের অভিযোগে তার বিরুদ্ধে ২৯টি মামলা করা হয়েছে বলে জানা গেছে। Share this:FacebookX Related posts: ক্যাসিনো মামলায় পলাতক দুই আসামি গ্রেপ্তার সালথায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার লিবিয়া হত্যাকাণ্ড: ক্যাম্প মালিক দালালসহ ৪ জন গ্রেফতার সাভারে ভুয়া ম্যাজিস্ট্রেট গ্রেফতার বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর : রিমান্ডে গ্রেফতার চারজন সাভারে চাঁদা দাবির অভিযোগে আওয়ামী লীগ নেতা গ্রেফতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার চুরি মামলার প্রধান আসামি গ্রেফতার যাত্রী সেজে অটোরিকশা ছিনতাইকারী চক্রের ৫ সদস্য গ্রেফতার টঙ্গীতে গাঁজাসহ চার মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদাবাজির মামলায় ছাত্রলীগ নেতা গ্রেফতার মাদক সম্রাট গিটু মিঠুন মোহাম্মদপুরে গ্রেফতার অনলাইনে বোমা তৈরির প্রশিক্ষক গ্রেফতার SHARES Matched Content অপরাধ বিষয়: ১৩৯৬ কোটি টাকাআসামিগ্রেফতারমানিলন্ডারিংমামলার