পিতাকে হত্যার অভিযোগে পুত্র গ্রেফতার

প্রকাশিত: ৫:৫৮ অপরাহ্ণ, মে ৭, ২০২৩

অনলাইন ডেস্ক : নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলায় নিজ সন্তান কর্তৃক পিতাকে জবাই করে হত্যার ঘটনায় প্রধান আসামি ছেলে আরমান শাহ(২৩) কে ময়মনসিংহের ভালুকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব।

শনিবার সন্ধ্যায় ময়মনসিংহের ভালুকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব।

র‌্যাব-১৪ এর সিনিয়র সহকারি পরিচালক মোঃ আনোয়ার হোসেন জানান, গত ১৮ মার্চ সন্ধ্যায় আবুল হোসেন (৫৫) কে নিজ বাসায় গলা কেটে হত্যা করে তার ছেলে আরমান। পরে লাশ গুম করার জন্য আশিকুর রহমান আবিরকে ডেকে আনে। পরবর্তীতে আরমান আবিরকে নিয়ে লাশ লুকানোর বিষয়ে গভীর রাত পর্যন্ত পরিকল্পনা করে। দুজনে মিলে লাশ পুড়িয়ে ফেলা বা দূরে কোথাও নিয়ে গিয়ে ফেলে দেওয়ার কথা ভাবে। পরে লোকজন দেখে ফেলবে সেই চিন্তায় বাড়ির পাশের সাপমরা খালে কোদাল দিয়ে গর্ত করে গলা পর্যন্ত মাটির নিচে পুতে রাখা হয়। এরপর, উপরের জমিতে জমে থাকা বৃষ্টির পানি খালে ছেড়ে দেওয়া হয়। যাতে করে লাশ পানিতে তলিয়ে যায়।

পরে আবিরের দেওয়া তথ্যেমতে তিন দিন পর লাশ উদ্ধার করা হয়। গলা পর্যন্ত লাশ মাটির নিচে পুতে রাখায় তুলতে গিয়ে অনেক বেগ পেতে হয়েছে।

পরে ভিকটিমের বড় ভাই সোহরাব শাহ (৬৩) বাদী হয়ে ভিকটিমের বখাটে ছেলে আরমান শাহকে প্রধান আসামী করে মোহনগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকেই মূল আসামী আরমান শাহ পলাতক ছিল।

এরই প্রেক্ষিতে র‌্যাব-১৪ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার সন্ধ্যা আটটার দিকে ময়মনসিংহ জেলার ভালুকা থানাধীন স্কয়ার মাস্টারবাড়ী এলাকা থেকে আরমান শাহকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামী প্রাথমিক জিজ্ঞাসাবাদে বর্ণিত ঘটনার সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করে। গ্রেফতারকৃত আসামীকে নেত্রকোণা জেলার মোহনগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।