ঝিনাইদহে মাদক বিক্রেতার যাবজ্জীবন কারাদণ্ড

প্রকাশিত: ৫:৫৬ অপরাহ্ণ, মে ৭, ২০২৩

অনলাইন ডেস্ক : ঝিনাইদহের মহেশপুরে মাদক মামলায় ফেন্সিডিল বিক্রেতা মো. বাবুকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
রোববার দুপুরে ঝিনাইদহের অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. আব্দুল মতিন এ রায় দেন।

সাজাপ্রাপ্ত মো. বাবু উপজেলার গোপালপুর গ্রামের বাসিন্দা। তিনি পলাতক রয়েছেন।

মামলার সংক্ষিপ্ত রায়ে জানা যায়, ২০১২ সালের ২১ জুন রাতে জেলা গোয়েন্দা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে বাবুর বাড়িতে আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিল বিক্রয়ের উদ্দেশ্যে মজুত আছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে গোয়েন্দা পুলিশ অভিযান চালায়। এ সময় পরিবারের সবাই পালিয়ে গেলেও তার বাড়ির গোলার ভেতরে চার কাটুনে ৫০টি করে মোট ২০০ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়।

ওইদিনই এসআই নাসির উদ্দীন বাদি হয়ে মহেশপুর থানায় একটি মাদক মামলা করে। মামলার দীর্ঘ প্রক্রিয়া শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯৯০ এর ১৯(১) এর ৩(খ) ধারায় এ রায় প্রদান করেন বিচারক।