বিপুল পরিমান ইয়াবাসহ গ্রেফতার ২ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১২:২০ পূর্বাহ্ণ, এপ্রিল ৮, ২০২৩ অনলাইন ডেস্ক : দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় বিপুল পরিমান ইয়াবাসহ দুই জনকে গ্রেফতার করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর রংপুরের একটি দল।শুক্রবার বেলা একটার দিকে পার্বতীপুর-ফুলবাড়ী মহসাড়কের মৎস্য হ্যাচারীর মোড় থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় ইয়াবা বহনের কাজে ব্যবহৃত একটি ট্রাক (ঢাকা মেট্রো ন- ২১০৪৫৯) জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা হলো- লক্ষিপুর জেলার চন্দ্রগঞ্জ উপজেলার বশিরপুর গ্রামের বাসিন্দা ইকবাল হোসেন (৪৫) ও বাগেরহাট জেলার মোল্লারহাট উপজেলার উদয়পুর গ্রামের বাসিন্দা আরিফ হোসেন পাপ্পু (৩৪)। মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরেরর পরিদর্শক মোজাফফর হোসেন শাহ জানান, চট্রগ্রামের সিটি গেট থেকে ইয়াবাসহ একটি ট্রাক সৈয়দপুর আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পাঁচ সদস্যের একটি দল নিয়ে অভিযান চালানো হয়। এসময় ট্রাকে রাখা একটি ব্যাগ থেকে ১৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা ইয়াবা চালানের বিষয়টি স্বীকার করে। গ্রেফতারকৃতদের মধ্যে আরিফ হোসেন পাপ্পু ওই ট্রাকের চালক। পরে উদ্ধার হওয়া ইয়াবা ও ট্রাকসহ তাদের দু’জনকে পার্বতীপুর মডেল থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ-পরিদর্শক মোঃ সাকিব সরকার বাদী হয়ে পার্বতীপুর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত খান গ্রেফতারের বিষয়টি জানিয়েছেন । Share this:FacebookX Related posts: কুড়িগ্রামে ইয়াবাসহ গ্রেফতার ২ পুলিশের অভিযানে বিপুল পরিমান মাদকদ্রব্যসহ ৪১ জন গ্রেফতার ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক যশোরের শার্শায় র্যাবের অভিযান বিপুল পরিমান ভারতীয় ওষুধ সহ গ্রেফতার-২ পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ ১ জন আটক বিপুল পরিমান বিস্ফোরক উদ্ধার গ্রেফতার ২ রাণীনগরে ইয়াবাসহ গ্রেফতার-২ পূর্বধলায় ৪১০ পিচইয়াবা ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার-২ ফুলবাড়ীতে ৩ জুয়াড়ী জেলহাজতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক কাউনিয়ায় ৩০ কেজি গাঁজাসহ দুইজন গ্রেফতার রাজধানীতে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক SHARES Matched Content অপরাধ বিষয়: ইয়াবাসহগ্রেফতার ২বিপুল পরিমান