কুড়িগ্রামে ইয়াবাসহ গ্রেফতার ২

প্রকাশিত: ৭:০৭ অপরাহ্ণ, এপ্রিল ১৫, ২০২১

নিজস্ব প্রতিবেদক : কুড়িগ্রাম জেলার নাগেশ্বরীতে ৬০৪ পিস ইয়াবাসহ ২ জনকে আটক করেছে পুলিশ। বুধবার (১৪ এপ্রিল) রাতে পৌরসভার ডিএম মার্কেটে আমিনা পেপার হাউজ থেকে তাদের গ্রেফতার করা হয়।

নাগেশ্বরী থানা অফিসার ইনচার্জ (ওসি) রওশন কবীর জানান, এএসসি সার্কেল (নাগেশ্বরী-ফুলবাড়ী) সুমন রেজার নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ৯টায় আমিনা পেপার হাউজে অভিযান পরিচালনা করা হয়।

তিনি আরো জানান, চলমান লকডাউনে দোকার-পাট বন্ধ থাকলেও দোকান মালিক উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের বড়মানী বাজার এলাকার লুৎফর রহমান প্রধানের ছেলে আনিছুর হমান প্রধান (৪৩) এ সময় দোকানের সার্টার ফেলে ভিতরে অবস্থান করছিল। পরে দোকান খুলে তল্লাসী করে ৬০৪ পিস ইয়াবাসহ তাকে ও তার সহযোগী ফুলবাড়ী উপজেলার আজোয়াটারী মিস্ত্রিপাড়া গ্রামের বাবলু মিয়ার ছেলে রুবেল মিয়া চোকাকে (২০) গ্রেফতার করা হয়।

আটককৃতদের জিজ্ঞাসাবাদে আরো বেশ কয়েকজনের নাম জানা গেছে। তাদেরকেও আটকের চেষ্টা চলছে। তাদেরকে বৃহস্পতিবার কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়েছে।