বিপুল পরিমান বিস্ফোরক উদ্ধার গ্রেফতার ২ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১১:৩৯ অপরাহ্ণ, মে ১, ২০২১ নিজস্ব প্রতিবেদক : মাদারীপুরে বিপুল পরিমান অবৈধ বিস্ফোরক দ্রব্য (পটকা) সহ দুই ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৮।শুক্রবার সন্ধ্যায় র্যাব-৮ ক্যাম্পের একটি দল রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরের মহাজনপট্রি নবীন ষ্টোরে অভিযান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন টেকেরহাটের মো: সাদেক আলী মিয়ার ছেলে দোকানের মালিক মো: রোমান মিয়া ওরফে রমেন (৫২) ও বিক্রেতা টেকেরহাট সংলগ্ন নয়াকান্দি গ্রামের সোনা মিয়ার ছেলে মো: সোহেল খান (৩০)। শনিবার সকালে র্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, গোপন সংবাদের ভিক্তিতে র্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার জমির উদ্দীন আহমেদ এর নেতৃত্বে শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরের মহাজনপট্রির নবীন ষ্টোরে অভিযান চালায়। এসময় সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে নিষিদ্ধ বিস্ফোরক জাতীয় দ্রব্য (পটকা) সংরক্ষন ও বিক্রি করার অপরাধে নবীন ষ্টোরের মালিক মো: রোমান মিয়া ওরফে রমেন ও বিক্রেতা মো: সোহেল খানকে আটক করা হয়। এসময় দোকানে তল্লাশী করে বিভিন্ন ধরণের ১২ হাজার ৪৬২ পিস বিস্ফোরক জাতীয় দ্রব্য (পটকা) উদ্ধার করা হয়। যার মূল্য প্রায় ২ লাখ ২৫ হাজার টাকা। আসামিরা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে ভারত-বাংলাদেশের দক্ষিন পশ্চিম সীমান্তবর্তী এলাকা হতে এসব বিস্ফোরক জাতীয় দ্রব্য (পটকা) সংগ্রহ করে পাইকারী ভাবে মাদারীপুর জেলার রাজৈর উপজেলাসহ জেলা সদরের বিভিন্ন এলাকায় বিক্রি করে থাকে। আটককৃত আসামিদেরকে উদ্ধারকৃত বিস্ফোরক জাতীয় দ্রব্য (পটকা)সহ রাজৈর থানায় হস্তান্তর করা হয়েছে। Share this:FacebookX Related posts: যশোরের শার্শায় র্যাবের অভিযান বিপুল পরিমান ভারতীয় ওষুধ সহ গ্রেফতার-২ গাজীপুরে গাঁজাসহ গ্রেফতার ২ পাকুন্দিয়ায় ইয়াবা ট্যাবলেট’সহ মাদক ব্যবসায়ী আটক ধর্ষণের শিকার ৪ জন ঢামেকের ওসিসিতে ভর্তি রাতের আধারে পেঁয়াজসহ আটক ২ ভৈরবে প্রায় ২৫ লক্ষ টাকার ইয়াবাসহ ২ মাদক ব্যাবসায়ী আটক বিকাশের ফাঁদে পা দিলেই সর্বনাশ মাদারীপুরে লিবিয়ায় মানব পাচার চক্রের আরো দুই সদস্য গ্রেফতার সড়ক-মহাসড়কে চাঁঁদাবাজি, গ্রেফতার ১০৯ সাভারে ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ী আটক যাত্রাবাড়ীতে নারীসহ ৩ ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার রাজধানীতে ৬০ কোটি টাকার কোকেনসহ গ্রেফতার ছয় SHARES Matched Content অপরাধ বিষয়: গ্রেফতার ২বিপুল পরিমানবিস্ফোরক উদ্ধার