পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ ১ জন আটক

প্রকাশিত: ১০:২৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৬, ২০২০

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড় সদর উপজেলায় ৯০ পিস ইয়াবা ও মোটরসাইকেলসহ মোঃ আলম (২৮) নামে একজনকে আটক করেছে পঞ্চগড় গোয়েন্দ শাখা।

এসআই জোবায়ের আরেফিন ও এএসআই তাহমিদুল ইসলামের নেতৃত্বে গোয়েন্দ শাখা কর্তৃক মাদক উদ্ধার অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে সদর উপজেলার হাড়িভাষা ইউনিয়ন ৭নং ওয়ার্ড ঢাংগীপুকুরী দ্বি-মূখী উচ্চ বিদ্যালয় মাঠ থেকে ৯০ পিস ইয়াবা ও মদক সর্বরাহ কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেলসহ মোঃ আলমকে আটক করে। আলম ওই এলাকার মজির উদ্দীনের ছেলে।

ডিবি ওসি রবিউল ইসলাম ইয়াবাসহ এক জন আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আলমকে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।