পূর্বধলায় ৪১০ পিচইয়াবা ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার-২

প্রকাশিত: ২:১০ অপরাহ্ণ, এপ্রিল ৪, ২০২০
পূর্বধলায় ৪১০ পিচইয়াবা ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার-২

স্টাফ রিপোর্টার : নেত্রকোনা জেলার পূর্বধলা থানাধীন হোগলা বাজার কালীবাড়ী রোডের কুদ্দুস ফকিরের মালিকানাধীন মনিহারী দোকানের সামনে থেকে ৪১০ পিচইয়াবা এবং ০২টি ধারালো ছোড়া, ০১টি ধারালো চাপাতিসহ ০২(দুই) জন আসামী গ্রেফতার করেছে র‌্যাব-১৪, ময়মনসিংহ।

ময়মনসিংহ র‌্যাব-১৪ কর্তৃক প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে সহকারী পুলিশ সুপার ও মিডিয়া অফিসার জোনাঈদ আফ্রাদ জানান,গত ০৩ এপ্রিল ২০২০ তারিখ ০২.৪০ ঘটিকায় এএসপি জোনাঈদ আফ্রাদ এর নেতৃত্বে অভিযান পরিচালনা করার নিমিত্তে নেত্রকোনা জেলার পূর্বধলা থানাধীন হোগলা বাজার কালীবাড়ী রোডের কুদ্দুস ফকিরের মালিকানাধীন মনিহারী দোকানের সামনে কাঁচারাস্তার উপর পৌছাইলে ইউনিফর্ম পরিহিত র‌্যাব সদস্যদের দেখিয়া দৌঁড়াইয়া পালাবার চেষ্টাকালে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় সন্দিগ্ধ হিসাবে

dainiksomoysangbad24

পূর্বধলায় ৪১০ পিচইয়াবা ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার-২


১। বুলবুল মীর (৩৮), পিতা-সুরুজ আলী মীর, মাতা- আনোয়ারা খাতুন, সাং-হোগলা (চলিতডহর), থানা- পূর্বধলা, জেলা-নেত্রকোনা, ২। ইলিয়াস মিয়া (২২), পিতা-জাফর মিয়া, সাং-ছাতনাই, পোঃ ছাতনাই, থানা-ডিমলা, জেলা-নীলফামারী, এ/পি- সাং-হোগলা (চলিতডহর), থানা-পূর্বধলা, জেলা- নেত্রকোনাদ্বয়কে গ্রেফতার পূর্বক তাদের হেফজত থেকে ৪১০ পিচ ইয়াবা ট্যাবলেট এবং ০২টি ধারালো ছোড়া, ০১টি ধারালো চাপাতি উদ্ধার করা হয়। আসামীদ্বয়কে জিজ্ঞাসাবদে তারা মাদক ও বিভিন্ন অপরাধ মূলক কর্মকান্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।

উল্লেখ্য যে, আসামী বুলবুল মীর হত্যা মামলাসহ একাধিক মামলার আসামী। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে নেত্রকোনা জেলার পূর্বধলা থানায় মামলা দায়ের করা হয়েছে।