ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

প্রকাশিত: ৯:৪৮ অপরাহ্ণ, জুন ১৯, ২০২০

অনলাইন ডেস্ক : নাটোরের লালপুরে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। শুক্রবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন স্পেশাল কোম্পানী র‌্যাব-১২, সিরাজগঞ্জের কোম্পানী কমান্ডার এএসপি মো. শফিকুর রহমান।

আটককৃত মো. রবিউল ইসলাম (৩৫) উপজেলার পুরাতন ঈশ্বরদী (এয়ারপোর্ট মোড়) গ্রামের বাসিন্দা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যার দিকে নাটোরের লালপুর থানাধীন শিবনগর গ্রামস্থ জনৈক মৃত ফরিদ শেখের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার নিকট থেকে ৩ হাজার ৯০২টি ইয়াবা ট্যাবলেট ও একটি মোবাইল সেট উদ্ধার করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত আলামত ও আটককৃতের বিরুদ্ধে লালপুর থানায় মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।