ফুলবাড়ীতে ৩ জুয়াড়ী জেলহাজতে

প্রকাশিত: ৩:৪৪ অপরাহ্ণ, জুন ১৬, ২০২০

অনলাইন ডেস্ক : কুড়িগ্রামের ফুলবাড়ীতে ৩ জুয়াড়ীকে জেলহাজতে পাঠানো হয়েছে। মামলা দায়েরের পর মঙ্গলবার সকালে তাদের জেলহাজতে পাঠানো হয়।

এর আগে সোমবার সন্ধ্যায় উপজেলার কাশিপুর ইউনিয়নের মধ্য কাশিপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়। এরা হলেন, ওই গ্রামের ছাইফুল রহমান (৪৪), একই গ্রামের মোজাম্মেল হকের মাইদুল হোসেন (৩৫) ও আব্দুর রহীম (৩০)।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ ওসি (তদন্ত) নবিউল হাসান জানান, জুয়া আইনে মামলা দায়ের করে মঙ্গলবার সকালে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।