রাজধানীতে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

প্রকাশিত: ১০:৩০ অপরাহ্ণ, মে ২৯, ২০২১

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর শাহজাহানপুরে ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।র‍্যাব-৩ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) বীণা রানী দাস শনিবার এ তথ্য জানান।

এর আগে শুক্রবার রাত ১১টার দিকে শাহাজাহানপুর থানার বিক্রমপুর সুইটস্ এন্ড বেকারীর সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- মো. আবু বক্কর শেখ ওরফে সজল (২৭), মো. নুরুল আবছার ওরফে বাছির (২৬), ও মো. সুমন (২৩)।

র‍্যাবের এই কর্মকর্তা জানান, গোয়েন্দা সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে চার হাজার ৭০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা তাদের কৃতকর্মের বিষয়টি স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।