দিনাজপুরে ইউএনও অপসারণের দাবিতে মানববন্ধন দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ২:২৯ পূর্বাহ্ণ, এপ্রিল ৪, ২০২৩ অনলাইন ডেস্ক : দিনাজপুরের খানসামা উপজেলায় ২০২৩-২৪ সালের জন্য ভিডব্লিউবি কর্মসূচীর আওতায় ভিজিডি তালিকা প্রণয়নে অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও জনপ্রতিনিধিদের অবমূল্যায়ন করার প্রতিবাদে ইউএনও রাশিদা আক্তারের অপসারণের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে ইউপি সদস্য-সদস্যাগণ ও এলাকাবাসী। সোমবার সকাল ১১টা থেকে ১২ টা পর্যন্ত ঘন্টাব্যাপী উপজেলা ইউপি সদস্য ঐক্য ফোরাম ও এলাকাবাসীর আয়োজনে খানসামা ডাকবাংলো সম্মুখ সড়কে বিভিন্ন পেশার প্রায় পাঁচ শতাধিক লোকের অংশগ্রহণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। উপজেলা ইউপি সদস্য ও সদস্যা ঐক্য ফোরামের সভাপতি মোজাহারুল ইসলাম বাবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এনামুল হকের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন ইউপি সদস্যগণ ও স্থানীয়রা। খামারপাড়া ইউপি সদস্য আখতার হোসেন তাঁর বক্তব্যে বলেন, ২০২৩-২৪ সালের জন্য ভিডব্লিউবি (ভিজিডি) কর্মসূচীর আওতায় উপজেলা প্রশাসন যে তালিকা প্রণয়ন করেছে সেটি নিয়ম মেনে হয়নি। ইউএনও মহোদয় অটোমেশনের কথা বলে স্বেচ্ছাচারিতা করে উপজেলা চেয়ারম্যানের পছন্দের তালিকা তৈরী করেন।এটি সম্পূর্ণ আইনবহির্ভূত। উপজেলা ইউপি সদস্য ও সদস্যা ঐক্য ফোরামের সভাপতি মোজাহারুল ইসলাম বাবুল তাঁর বক্তব্যে বলেন, ইউএনও রাশিদা আক্তারের স্বেচ্ছাচারিতা ও দুর্নীতিতে উপজেলাবাসী অতিষ্ঠ। তাঁর অপসারণের মাধ্যমে স্বস্তি চায় জনগণ। তিনি আরো বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও চুরি-ছিনতাই রোধে স্থানীয় সাংসদ আবুল হাসান মাহমুদ আলীর পরিকল্পনায় ২০০৯ সালে আনসার ভিডিপি সদস্যদের রাত্রিকালীন পাহারাদার হিসেবে রাখা হয়। কিন্তু চলতি মৌসুমের ভিজিডি তালিকায় রাত্রিকালীন পাহারাদার, কমিউনিটি ক্লিনিকের আয়া ও বিভিন্ন দপ্তরের বিনা বেতনের কর্মচারীর নাম নেই। এতে পুরো উপজেলা জুড়ে তারা দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করছে।এই ঘটনার সুরাহা প্রদানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সংশ্লিষ্ট সকলের সুদৃষ্টি কামনা করছি। উল্লেখ্য, ইউনিয়ন পরিষদের মতামত ও ভিডব্লিউবি ইউনিয়ন কমিটির সভাপতি সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানদের স্বাক্ষর ছাড়াই ইউএনও, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও ইউপি সচিব খানসামা উপজেলায় চূড়ান্ত হওয়া ভিডব্লিউবি কর্মসূচীর ২৬৫৯ জনের তালিকা সংশোধন করার দাবিতে গত ১০ জানুয়ারী দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাকে চার ঘন্টা অবরুদ্ধ করেছিল ইউপি চেয়ারম্যান ও সদস্য-সদস্যারা।পরে ওসি চিত্তরঞ্জন রায়ের হস্তক্ষেপে দুই পক্ষের মধ্যে বৈঠকের সিদ্ধান্ত হওয়ায় অবস্থান কর্মসূচী প্রত্যাহার করে এই উদ্ভুত পরিস্থিতির সুরাহা না হওয়া পর্যন্ত মাসিক সভাসহ উপজেলা প্রশাসনের সকল কাজ বর্জন করেন ছয় ইউপি চেয়ারম্যানগণ। কিন্তু এখনও এবিষয়ে কোন বৈঠক না হওয়া বা সমাধানের আশ্বাস মেলেনি বলেই ক্ষোভে মানববন্ধন কর্মসূচী করেছে তারা। এ ব্যাপারে জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশিদা আক্তারের মোবাইলে ফোন দিলে তিনি রিসিভ করেননি। Share this:FacebookX Related posts: নবাবগঞ্জে বাঁধ মেরামতে প্রশংসায় ভাসছে ইউএনও দিনাজপুরে ‘বন্দুকযুদ্ধে’ ‘ডাকাত সর্দার’ নিহত দিনাজপুরে দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাত আটক দিনাজপুরে হোম কোয়ারেন্টিনে ৩৮৩ জন দিনাজপুরে সেনাবাহিনীর তৎপরতা দিনাজপুরে জ্বর-শ্বাসকষ্টে মারা যাওয়া ব্যক্তি করোনা আক্রান্ত নন দিনাজপুরে ১০ টাকা কেজির চাল বিক্রি শুরু বীরগঞ্জে রাস্তার দাবিতে মানববন্ধন মেঘনার ভাঙন রোধের দাবিতে মানববন্ধন দিনাজপুরে শীতের পিঠা ব্যবসা জমজমাট দিনাজপুরে গৃহবধূকে হত্যা: স্বামী-সতীনের মৃত্যুদণ্ড করতোয়ায় নৌকাডুবি: নিখোঁজ ৮ জনের মরদেহ ভেসে এলো দিনাজপুরে SHARES Matched Content দেশের খবর বিষয়: অপসারণেরইউএনওদাবিতেদিনাজপুরেমানববন্ধন