নবাবগঞ্জে বাঁধ মেরামতে প্রশংসায় ভাসছে ইউএনও

প্রকাশিত: ৫:২৩ অপরাহ্ণ, জানুয়ারি ১৮, ২০২০

জাকিরুল ইসলাম, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজমুন নাহারের প্রশংসা ছড়িয়ে পড়েছে পুরো উপজেলায়। নিজের হাতে শ্রমিকদের সহায়তায় বাঁধ মেরামত করে প্রশংসা কুড়িয়েছেন তিনি। গত মঙ্গলবার এক দল দুস্কৃতিকারী আশুড়ার বিলের ক্রস ড্যামের বাঁধ কেটে দেয়ায় উপজেলার কয়েক শত একর জমির বীজতলা পানিতে ডুবে যায়।

খবর পেয়ে ইউএনও নাজমুন নাহার প্রশাসনের লোকজন নিয়ে শ্রমিকদের সহায়তায় বাঁধ মেরামতের কাজ শুরু করেন। কিন্তু এ সময় চাহিদার তুলনায় শ্রমিক না পাওয়ায় কাজে ধীর গতি নেমে আসে। উপায়ন্তর না পেয়ে ইউএনও নিজেই খালি বস্তায় মাটি ভর্তি করতে লাগলেন। এ সময় সহকারী কমিশনার ভূমি আল মামুন, শিক্ষা কর্মকর্তা তোফাজ্জল হোসেন উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ ও বিভিন্ন সংগঠনের উপস্থিত নেতৃবৃন্দ সকলেই ইউএনও’র কাজে সহযোগিতা করেন। এদিকে ইউএনও’র নিজে কাজ করার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় সবার মুখে মুখে ইউএনও’র কাজের প্রশংসা শোনা যায় পুরো উপজেলায়।

এবিষয়ে নবাবগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শামসুজ্জামান জানান, স্থানীয় সংসদ সদস্য শিবলী সাদিক মহোদয়ের নির্দেশে উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ অতিদ্রুত সেখানে পৌছে বাঁধ মেরামত করতে পারায় কৃষকদের বীজতলা রক্ষা করা সম্ভব হয়েছে। ইউএনও নাজমুন নাহার জানান, সেখানে আমি কাজ করেছি মুলত উপস্থিত শ্রমিকদের কাজে উৎসাহ দিতে, তাছাড়া বাঁধ মেরামত দ্রুত না হলে এতগুলো বীজতলা রক্ষা করা সম্ভব হতো না।