দিনাজপুরে জ্বর-শ্বাসকষ্টে মারা যাওয়া ব্যক্তি করোনা আক্রান্ত নন দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৯:০৬ অপরাহ্ণ, এপ্রিল ২, ২০২০ অনলাইন ডেস্ক : দিনাজপুর জেলার বিরামপুরে জ্বর, সর্দি-কাশি ও শ্বাসকষ্টে মারা যাওয়া ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন না। জেলার বিরামপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় দিনাজপুর বিরামপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মেহেদী হাসান জানান, সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) এর পক্ষ থেকে ওই ব্যাক্তির পাঠানো নমুনা পরীক্ষা করে নিশ্চিত হয়ে এসংক্রান্ত একটি পরীক্ষা রিপোর্ট অনলাইনে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সিভিল সার্জন কার্যালয়কে অবগত করেছেন। ওই তথ্যে জানা যায়, মারা যাওয়া ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন না। জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট জনিত রোগে তিনি মারা গেছেন। মৃত ব্যক্তি যেহেতু করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন না, তাই পরিবারের সদস্যদের আর কোয়ারেন্টাইনে রাখা কিংবা প্রতিবেশীদের লকডাউনে রাখার প্রয়োজন নেই বলে তিনি প্রকাশ করেন। জেলার বিরামপুর উপজেলার জোতবানী ইউনিয়ন তপসি গ্রামের ফরহাদ হোসেন কুমিল্লায় কৃষি শ্রমিকের কাজ করতেন। তিনি কুমিল্লায় যে বাড়িতে কাজ করতেন সেই বাড়ির মালিক সৌদিপ্রবাসী। সম্প্রতি বাড়ির মালিক সৌদি থেকে দেশে আসেন। এরপর কুমিল্লার প্রশাসন সৌদি প্রবাসীর ওই বাড়ির সকলকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেন। এ সময় গত ১০/১২ দিন আগে ফরহাদ হোসেন জ্বর-সর্দিতে আক্রান্ত হয়ে কুমিল্লা থেকে পালিয়ে নিজ বাড়িতে আসেন। এছাড়া ফরহাদ হোসেন জন্ডিসেও আক্রান্ত হন। কিন্তু ফরহাদ হোসেন স্বাস্থ্য কমপ্লেক্সে না গিয়ে স্থানীয় চিকিৎসকের কাছে চিকিৎসা করাতে থাকেন। গত ৩০ মার্চ সোমবার ভোরে ফরহাদ হোসেন নিজ বাড়ীতে মারা যান। ওইদিন দুপুরে ফরহাদ হোসেনের জানাজা শেষে লাশ দাফন করা হয়। বিরামপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. সোলায়মান হোসেন মেহেদী জানান, মৃত ফরহাদ হোসেনের নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়েছিল। এছাড়া মৃত ফরহাদ হোসেনের চিকিৎসক ডা. জাকেরুল ইসলামকে নিজ বাড়িতে এবং লাশের গোসল করানো চার ব্যক্তিকে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছিলো। ফরহাদ হোসেনের পরিবারসহ তপসি গ্রামের ৮৪ বাড়ি লকডাউন করা হয়েছিলো। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. সোলায়মান হোসেন জানান, আইইডিসিআরের দেওয়া প্রতিবেদন পাওয়ার পর মৃত ব্যক্তির পরিবারের আর কোয়ারেন্টাইন দরকার নেই পাশাপাশি তপসি গ্রামের লকডাউন প্রয়োজন নেই। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হবে। Share this:FacebookX Related posts: দিনাজপুরে ‘বন্দুকযুদ্ধে’ ২ ‘ডাকাত’ নিহত দিনাজপুরে লিচু গাছে প্রচুর মুকুল,মৌয়ালদের ভীড় বাড়ছে বাগানে করোনা সচেতনতায় হাত ধুয়ে পৌরসভায় প্রবেশ দিনাজপুরে হোম কোয়ারেন্টিনে ৩৮৩ জন দিনাজপুরে জমি নিয়ে সংঘর্ষে নিহত ১ দিনাজপুরে কুড়িয়ে পাওয়া শিশুটি অবশেষে মারা গেছে দিনাজপুরে ৪ হাজার ১০৪ বোতল রেক্টিফাইট স্পিরিট উদ্ধার দিনাজপুরে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে আদিবাসীর মৃত্যু মুজিববর্ষ উপলক্ষ্যে দিনাজপুরে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার বৃক্ষ রোপণ দিনাজপুরে ইয়াবা ও গাজাসহ যুবক আটক দিনাজপুরে শীতের পিঠা ব্যবসা জমজমাট দিনাজপুরে উচ্ছেদ করা ইটভাটা নতুন করে গড়ে তোলায় আবারো ভেঙ্গে দিলো প্রশাসন SHARES Matched Content দেশের খবর বিষয়: আক্রান্ত ননকরোনাজ্বর-শ্বাসকষ্টেদিনাজপুরেব্যক্তিমারা যাওয়া