করতোয়ায় নৌকাডুবি: নিখোঁজ ৮ জনের মরদেহ ভেসে এলো দিনাজপুরে দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ২:১২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০২২ অনলাইন ডেস্ক : পঞ্চগড়ের বোদায় করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ থাকা আটজনের মরদেহ দিনাজপুরের বীরগঞ্জ খানসামা এবং সদর উপজেলার নদী থেকে উদ্ধার হয়েছে। এ নিয়ে নৌকাডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮ জনে। সোমাবার সকাল থেকে বীরগঞ্জের আত্রাই এবং কোতয়ালীর কাঞ্চন নদী থেকে মরদেহ গুলো উদ্ধার হয়। এর মধ্যে তিন শিশু, চার নারী এবং একজনজন পুরুষ রয়েছেন। ছয়টি মরদেহের মধ্যে খানসামা চারটি, বীরগঞ্জ একটি এবং কোতয়ালী থানা পুলিশ একটি লাশ উদ্ধার করেছে। তিন থানার অফিসার্স ইনচার্জগণ জানান, মরদেহগুলো পঞ্চগড়ের বোদায় করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজদের মরদেহ। মরদেহগুলো নদীর স্ত্রোতে ভেসে এসেছে। বীরগঞ্জ থানার ওসি সুব্রত সকোর জানান, তারা বীরগঞ্জ আত্রাই নদীর কাশিমনগর বাদলা ঘাট থেকে একটি শিশুর মরদেহ উদ্ধার করেছেন। শিশুটির নাম সুব্রত রায় আড়াই বছর। শিশুটি পঞ্চগড় উপজেলার বোদা উপজেলার মাড়েয়া গ্রামের প্রফুল্ল রায়ের ছেলে। কোতয়ালী থানার ওসি তানভিরুল ইসলাম জানান, তারা সকাল ৯টার সময় দিনাজপুর সদর উপজেলার মাহুদপাড়া পূর্ণভবা (কাঞ্চন নদী) নদী থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছেন। তার আনুমানিক বয়স (২৮) বছর। তার পরিচয় এখনো পাওয়া যায়নি। তবে এটিও পঞ্চগড়ের বোদায় করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজদের মরদেহ। মরদেহটি স্রোতে ভেসে এসেছে। খানসামা থানার ওসি চিত্ত রঞ্জন জানান, তার এলাকায় খানসামায় আত্রাই নদীর জিয়া সেতুর কাছ থেকে চার নারী ও দুটি শিশুর মরদেহ উদ্ধার করেছেন। তাদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। Share this:FacebookX Related posts: দিনাজপুরে ‘বন্দুকযুদ্ধে’ ‘ডাকাত সর্দার’ নিহত দিনাজপুরে ‘বন্দুকযুদ্ধে’ ২ ‘ডাকাত’ নিহত দিনাজপুরে লিচু গাছে প্রচুর মুকুল,মৌয়ালদের ভীড় বাড়ছে বাগানে দিনাজপুরে জ্বর-শ্বাসকষ্টে মারা যাওয়া ব্যক্তি করোনা আক্রান্ত নন দিনাজপুরে জমি নিয়ে সংঘর্ষে নিহত ১ দিনাজপুরে কুড়িয়ে পাওয়া শিশুটি অবশেষে মারা গেছে দিনাজপুরে ৪ হাজার ১০৪ বোতল রেক্টিফাইট স্পিরিট উদ্ধার দিনাজপুরে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে আদিবাসীর মৃত্যু মুজিববর্ষ উপলক্ষ্যে দিনাজপুরে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার বৃক্ষ রোপণ দিনাজপুরে ইয়াবা ও গাজাসহ যুবক আটক দিনাজপুরে উচ্ছেদ করা ইটভাটা নতুন করে গড়ে তোলায় আবারো ভেঙ্গে দিলো প্রশাসন দিনাজপুরে উপমহাদেশের সবচেয়ে বড় ঈদগাহ মাঠে ৩ লাখ মুসল্লির নামাজ আদায় SHARES Matched Content দেশের খবর বিষয়: করতোয়ায় নৌকাডুবিদিনাজপুরেনিখোঁজ ৮ জনেরমরদেহ ভেসে এলো