দিনাজপুরে ১০ টাকা কেজির চাল বিক্রি শুরু

প্রকাশিত: ১২:০২ অপরাহ্ণ, এপ্রিল ৬, ২০২০

অনলাইন ডেস্ক : দিনাজপুরে ১০ টাকা কেজি দরে খোলা বাজারে চাল বিক্রি শুরু করেছে খাদ্য অধিদপ্তর। পাশাপাশি আটাও বিক্রি করা হচ্ছে। রোববার সকালে শহরের গণেশতলা এলাকায় বিক্রয় কার্যক্রমের সূচনা করেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি। এ জন্য প্রথম দফায় জেলা শহরে ২৪জন ডিলার নিয়োগ দিয়েছে খাদ্য অধিদপ্তর।

জেলা খাদ্য নিয়ন্ত্রক আশরাফুজ্জামান জানান, ১০ টাকা কেজি দরে জনপ্রতি ৫ কেজি করে চাল এবং ১৮ টাকা কেজি দরে ৩ কেজি দরে আটা বিক্রি শুরু করেছেন তারা। এ জন্য ১২ মেট্রিক টন চাল ও ৬ মেট্রিক টন আটা বরাদ্ধ বরা হয়েছে।

শনিবার থেকে রোববার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সপ্তাহে ৬ দিন খোলা বাজারে চাল ও আটা বিক্রি করবেন তারা। সরকার যতদিন চাইবে ততদিন পর্যন্ত চলবে ওএমএস কার্যক্রম।

এদিকে, করোনার বিস্তার রোধে দৈনন্দিন কর্মক্ষেত্র বন্ধ থাকায় গুড়গোলা এলাকার হাতি বাগানসহ বিভিন্ন এলাকায় বেকার হয়ে পড়া নিম্ন আয়ের মানুষের মধ্যে চাল, আটা, ডাল, লবন, সাবান বিতরণ করেন হুইপ ইকবালুর রহিম।