দিনাজপুরে শীতের পিঠা ব্যবসা জমজমাট দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৩:৫৩ অপরাহ্ণ, ডিসেম্বর ১৩, ২০২০ অনলাইন ডেস্ক : হিমালয়ের পাদদেশে অবস্থিত জেলা দিনাজপুরে শীতের তীব্রতাকে হার মানিয়েছে শীতের পিঠা। প্রচন্ড শীতে জবুথবু মানুষগুলোও শীতকে উপেক্ষা করে শীতের পিঠা খেতে ছুঁটছে দোকান-রেস্তোরায়। নতুন চালের ভাপা আর চিতোই পিঠা’র সাথে রান্না করা হাঁস-কবুতর মাংসও বিক্রি হচ্ছে বেশ ভালো। ভোক্তা’র স্বাদের সাথে লাভবান হচ্ছে ব্যবসায়ীরাও। বারো মাসে তেরো পার্বণের আমাদের এই বাংলাদেশে এখন শীতকাল। একেক পার্বণকে ঘিরে যেমন নানান আয়োজন করা হয়, তেমনি বাঙালির ঘরে ঘরে এ শীতের কুয়াশা ভেজা সকাল ও সন্ধ্যায় পিঠা আর পুলির আয়োজন করা হয় ঐতিহ্যগতভাবেই। শীতের এই পিঠে উৎসবকে ঘিরে শহরের চিত্রটাও ভিন্ন। নাগরিক ব্যস্ততা আর যান্ত্রিক সভ্যতার কারণে এখন আর যেমন বারো মাসে তেরো পার্বণ হয় না, তেমনি ইচ্ছে থাকলেও এখন আর মানুষ ঘরে বানানো পিঠা খেতে পারছে না অনেকেই। আর শহরবাসীর এই শীতকালীন রসনা বিলাসে তাই রাস্তার মোড়ে মোড়ে জমে ওঠে বাহারি পিঠার পসরা। দোকানীরা পিঠা বানয়ে স্বাদ মিটায় শহরের মানুষের। তেমনি ধানের জেলা দিনাজপুরের অলিতে গলিতে, মোড়ে মোড়ে জমে উঠেছে এসব শীতের পিঠার দোকান। অফিসগামী কিংবা বাড়ি ফেরার পথে রাস্তার দোকানের পাশে দাঁড়িয়ে তাই অনেককেই দেখা যায় পিঠা খেতে। আর শহরবাসীর রসনার তৃপ্তি মেটাতে গিয়ে এক শ্রেণির মানুষের উপার্জন হচ্ছে এখান থেকেই। যা তাদের জীবনযাপনে সাহায্য করে। শুধু যে কর্মজীবী মানুষরাই এই পিঠা খেয়ে থাকেন, তা কিন্তু নয়। সব শ্রেণি-পেশার মানুষ রাস্তার ধারের পিঠার দোকানের উপর নিভর্রশীল হয়ে উঠছে দিনকে দিন। তাইতো গাড়ি থামিয়ে রাস্তা থেকে ভাপা কিংবা চিতই পিঠা কিনতেও দেখা যায় অনেককে। আবার কেউ কেউ কর্মস্থল শেষ করে ফিরতি পথে পরিবারের সদস্যদের জন্যও পিঠা নিয়ে যাচ্ছেন। এর মধ্যে রয়েছে,ভাঁপা (ভাকা)পিঠা, তেলের (অন্দশা) পিঠা,নুন (নুনিয়া) পিঠা, পাটি সাপটা পিঠা, চিতই (চিতুয়া),পিঠা,পানি পিঠা সহ নানান বাহারী পিঠা উল্লেখযোগ্য। দিনাজপুর শহরের মালদহপট্রি সাধনার মোড় সংলগ্ন পিঠার দোকানে আসা পিঠা ক্রেতা অনিমেষ জানালেন,তার স্ত্রী অদ্বিতীয়া বাজারের পিঠা খেতে ভালোবাসেন। তাই তিনি ভাপা পিঠা প্রায়ই কেনেন। তাছাড়া বাড়িতে এখন পিঠা তৈরি করা সম্ভব হয় না। পথের ধারের পিঠাই ভরসা। ১৯ বছর ধরে পিঠা বিক্রি করেন বাস ষ্ট্যান্ড এলাকার মজিবর। তিনি জানান, নারিকেল কুরি ও খেজুর গুড় দিয়ে তৈরি হচ্ছে ভাপা পিঠা। দামও বেশ হাতের নাগালেই। ভাপা পিঠা ৫ টাকা করে বিক্রি করেন তিনি। প্রতিদিন ২ শতাধিক পিঠা বিক্রি হয় তাঁর। দিনে তিনি লাভ প্রায় ৩’শত টাকা। চাউলিয়াপট্রি মোড়ের পিঠা ব্যবসায়ী আরেক মজিবর রহমান। তিনি প্রতিদিন ৮ থেকে ১০ হাজার টাকার পিঠা বিক্রি করেন। ডিম, মুরগি, হাঁস, কবুতরের মাংসও আছে পিঠার সাথে। তবে, করোনা পরিস্থিতির কারণে কিছুটা সমস্যা থাকলেও বেশ ভালোই চলছে, তার শীতের পিঠা ব্যবসা। Share this:FacebookX Related posts: দিনাজপুরে ‘বন্দুকযুদ্ধে’ ২ ‘ডাকাত’ নিহত দিনাজপুরে লিচু গাছে প্রচুর মুকুল,মৌয়ালদের ভীড় বাড়ছে বাগানে দিনাজপুরে হোম কোয়ারেন্টিনে ৩৮৩ জন দিনাজপুরে সেনাবাহিনীর তৎপরতা দিনাজপুরে জ্বর-শ্বাসকষ্টে মারা যাওয়া ব্যক্তি করোনা আক্রান্ত নন দিনাজপুরে জমি নিয়ে সংঘর্ষে নিহত ১ দিনাজপুরে কুড়িয়ে পাওয়া শিশুটি অবশেষে মারা গেছে দিনাজপুরে ৪ হাজার ১০৪ বোতল রেক্টিফাইট স্পিরিট উদ্ধার দিনাজপুরে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে আদিবাসীর মৃত্যু মুজিববর্ষ উপলক্ষ্যে দিনাজপুরে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার বৃক্ষ রোপণ দিনাজপুরে ইয়াবা ও গাজাসহ যুবক আটক দিনাজপুরে উচ্ছেদ করা ইটভাটা নতুন করে গড়ে তোলায় আবারো ভেঙ্গে দিলো প্রশাসন SHARES Matched Content দেশের খবর বিষয়: জমজমাটদিনাজপুরেব্যবসাশীতের পিঠা