দিনাজপুরে সেনাবাহিনীর তৎপরতা

প্রকাশিত: ৭:২০ অপরাহ্ণ, মার্চ ৩০, ২০২০

স্টাফ রিপোর্টার : করোনাভাইরাস বিস্তার রোধে দিনাজপুর শহরে সেনাবাহিনী সদস্যরা সচেতনতামূলক কার্যক্রমের পাশাপাশি মানুষের স্বাস্থ্য সুরক্ষায় ঔষধ বিতরন করছে।

দিনাজপুর জেলা প্রশাসনের সহায়তায় করোনাভাইরাস বিস্তার রোধে আজ সোমবার দিনাজপুর শহরে সেনাবাহিনী সদস্যরা সচেতনতামূলক কার্যক্রমের পাশাপাশি মানুষের স্বাস্থ্য সুরক্ষায় ঔষধ বিতরন করেন। সেই সাথে হোম কোয়ারেন্টিনে থাকা পরিবারের সদস্যদের খাদ্য ঔষধ সহ সার্বিক মনিটরিং অব্যাহত রেখেছেন সেনাবাহিনীর সদস্যরা। করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে সাধারন মানুষকে অপ্রয়োজনে বাড়ী থেকে বের না হয়ে নিজ নিজ বাড়ীতে অবস্থান করারও অনুরোধ করছেন।

অন্যদিকে দিনাজপুর বিভিন্ন রাজনৈতিক, স্বেচ্চা সেবি সংগঠন,জনপ্রতিনিধি ও ব্যক্তি উদ্যোগেও অভাবি ও খেটে খাওয়া মানুষদের মাঝে খাদ্যসামগ্রী, জীবানুনাশক ঔষধসহ বিভিন্ন সামগ্রী বিতরণ কাজ কাজ অব্যাহত রেখেছেন। বিভিন্ন এলাকায় সাবান, মাস্ক, হ্যান্ডস্যানিটাইজার বিতরণ ছাড়াও রাস্তা-ঘাট, হাট বাজারে জীবানুনাশক ঔষধ স্প্রে করছেন।