মাদারীপুরে বাস ও পিকআপের সংঘর্ষে নিহত ২

প্রকাশিত: ২:৩১ পূর্বাহ্ণ, এপ্রিল ৪, ২০২৩

অনলাইন ডেস্ক : মাদারীপুরে যাত্রীবাহী বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত ও একজন আহত হয়েছে। রবিবার রাতে ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর উপজেলার বাবনাতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রাজৈর উপজেলার বৌলগ্রামের নুরু মিয়ার ছেলে আবু সাইদ মিয়া (২২) ও নড়াইল জেলার কালিয়া থানার আমজেদ শেখের ছেলে আলম শেখ (৪৫)।

মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক রুহুল আমিন জানান, ‘রবিবার রাত আনুমানিক সাড়ে ১০টায় ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর উপজেলার বাবনাতলা নামক স্থানে ঢাকাগামী সৌদিয়া পরিবহনের একটি যাত্রীবাহীবাস ও বরিশালগামী একটি কাঁচামাল (বেগুন) বোঝাই পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপে থাকা তিনজন গুরুতর আহত হয়।

পরে আহতদেরকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় দুইজন মারা যান।

আহত পিকআপ চালক আবু মুছা (২৫)ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।