বীরগঞ্জে রাস্তার দাবিতে মানববন্ধন দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৪:২০ অপরাহ্ণ, জুন ৭, ২০২০ অনলাইন ডেস্ক : দিনাজপুরের বীরগঞ্জে রাস্তার দাবিতে মানববন্ধন করেছেন অবরুদ্ধ পরিবার ও এলাকাবাসী। রোববার সকাল ১০টায় উপজেলার শতগ্রাম ইউনিয়নের ঝাড়বাড়ীর প্রসাদপাড়ায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ওই এলাকার সরকারি রাস্তা বন্ধ করার ফলে ২০ হিন্দু পরিবারসহ অবরুদ্ধ হয়ে পড়া ৫০ পরিবারের সদস্য ও এলাকাবাসী মানববন্ধনে অংশ নেয়। মানববন্ধন শেষে ঝাড়বাড়ী ভূমি অফিসের সামনের রাস্তা ৩০ মিনিট অবরোধ করেন অবরুদ্ধ পরিবার ও এলাকাবাসী। সম্প্রতি ওই এলাকার শত বছরের যান চলাচলের সরকারি রাস্তা হঠাৎ করে পশ্চিমাংশে বন্ধ করে দেয় মৃত বানুয়া বর্মনের ছেলে মহাদেব বর্মন। ফলে ৫০ পরিবারসহ এলকাবাসীর চলাচলের পথ বন্ধ হয়ে যায়। শ্রীমতি শেফালী সাহা বলেন, রাস্তা বন্ধ হওয়ার কারণে আমাদের সন্তানরা এক কিলোমিটার ঘুরে স্কুলে যেতে হয়। পাশে মন্দির আছে সেখানেও আমাদের অনেক রাস্তা ঘুরে যেতে হচ্ছে। শ্রী জগদিশ রায় বলেন, আমি একজন ভ্যানচালক। রাস্তা বন্ধ হওয়ার কারণে আমার ভ্যানটি আর বাড়িতে নিতে পারি না। এখন অন্য মানুষের বাড়িতে রাখতে হয় ভ্যান। আমার জন্ম থেকেই এই সরকারি রাস্তা দেখে আসতেছি। অথচ হঠাৎ করেই রাস্তা বন্ধ করে দেয়া হলো। মো. আবু বক্কর সিদ্দিক বলেন, আমাদের শত বছরের রাস্তা বন্ধ করে দিয়েছে। আমরা ৫০ থেকে ৬০টি পরিবার অবরুদ্ধ অবস্থায় আছি। হাট বাজার করতে পারতেছিনা। একদম কোন রকম বের হওয়ার মতো চৌরাস্তা নেই। নিরুপায় হয়ে আজকে আমরা জীবনের ঝুঁকি নিয়ে রাস্তায় নামতে বাধ্য হয়েছি। আমরা অবরুদ্ধ পরিবারগুলো প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। শতগ্রাম ইউনিয়নের আমল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্রী ধনেশ রায় বলেন, আমরা ছোটবেলা থেকেই এই রাস্তা দেখে আসতেছি। ওখানকার জনগণের স্বার্থে রাস্তা খুব প্রয়োজন আমি মনে করি। ওখানকার যাতায়াতের রাস্তা জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া হোক। শতগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান কে এম কুতুব উদ্দিন বলেন, আমি জন্মসূত্রেই দেখে আসতেছি এটাই ছিল প্রসাদপাড়ার প্রথম যোগাযোগের রাস্তা। রাস্তাটি বন্ধ হওয়ার কারণে ৫০ থেকে ৬০টি পরিবারের বের হওয়ার কোন পথ নেই। ইউনিয়নের প্রাণকেন্দ্র প্রসাদপাড়া হওয়ার কারণে এই রাস্তাটি সবচেয়ে এখন গুরুত্বপূর্ণ। আমরা ইউনিয়ন পরিষদ থেকে ওখানে গেলে তারা মহিলা নিয়ে আসে। তাদের উচ্চবাচ্য হয়, মারামারি করতে চায়, আমরা তো ওখানে গিয়ে মারামারি করতে পারিনা। ফোর্স এপ্লাই করতে পারিনা, এটা ম্যাজিস্ট্রেট দ্বারা সম্ভব। আমরা প্রশাসনের সহযোগিতা চাই।’ এদিকে, বন্ধ রাস্তার ছবি তুলতে গিলে মহাদেব, ভুট্টুসহ তাদের পরিবারের সদস্যরা সাংবাদিকদের অশ্লীলভাষায় গালাগালসহ ক্যামরা ভাংচুরের চেষ্টা করেন। Share this:FacebookX Related posts: ঠাকুরগাঁওয়ে শত বছরের গোরস্থান রক্ষার দাবিতে মানববন্ধন ফুলবাড়ীতে নারী-শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ব্যবসায়ীর ওপর হামলা, জলঢাকায় মানববন্ধন দেবীগঞ্জে প্রধান শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন আটোয়ারীতে “বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা” শীর্ষক সেমিনার রংপুরে দেশীয় চোলাই মদ পান করে চারজনের মৃত্যু বোদায় দু’শতাধিক নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ খাদ্য নিয়ে দরিদ্রদের বাড়ি-বাড়ি ছুটছেন মেয়র টুটুল পঞ্চগড়ে সবুজপাতা মোবাইল এ্যাপস এর উদ্বোধন করলেন রেলপথ মন্ত্রী কুড়িগ্রামে ধান ক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার সোনাহাট স্থলবন্দরে ধর্মঘট চলছে প্রধানমন্ত্রীর সহায়তা পেলেন বীরাঙ্গনা জোহরা বেগম SHARES Matched Content দেশের খবর বিষয়: বীরগঞ্জেমানববন্ধনরাস্তার দাবিতে