দিনাজপুরে দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাত আটক দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৯:১৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০২০ অনলাইন ডেস্ক : দিনাজপুরের ঘোড়াঘাটে ডাকাতির প্রস্ততিকালে ৪ ডাকাতকে আটক করেছে পুলিশ। শুক্রবার গভীর রাত দেড়টার দিকে উপজেলার বেলোয়া আদিবাসী প্রথামিক বিদ্যালয়ের পাশ থেকে তাদের আটক করা হয়। এরা হলো, নবাবগঞ্জ উপজেলার শীবরামপুর গ্রামের মনোয়ার হোসেন (৩৮), একই গ্রামের আক্তারুল (২৮), গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার আলীগাঁও গ্রামের আশরাফুল ইসলাম (২৬) ও একই উপজেলার পুইয়াগাড়ী গ্রামের আ. বারিক (৩৫)। ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ আমিরুল ইসলাম জানান, উপজেলার বেলোয়া আদিবাসী প্রাথমিক বিদ্যালয়ের পাশে ডাকাতির উদ্দেশ্যে ডাকাত দল প্রস্ততি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ডাকাত দলকে চারিদিক দিয়ে ঘিরে ফেলে। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের নিকট থেকে একটি গ্রিল কাটার, বড় কেসি, শীট কাটার, শাবল, পশু কুড়াল, রড, রেঞ্জ ও রশিসহ কিছু দেশিয় অস্ত্র উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় অপহরণ, ডাকাতি ও ধর্ষণসহ একাধিক মাদক মামলা রয়েছে। এ ব্যাপারে ঘোড়াঘাট থানায় মামলা হয়েছে। Share this:FacebookX Related posts: দিনাজপুরে ‘বন্দুকযুদ্ধে’ ‘ডাকাত সর্দার’ নিহত দিনাজপুরে ‘বন্দুকযুদ্ধে’ ২ ‘ডাকাত’ নিহত দিনাজপুরে ইয়াবা ও গাজাসহ যুবক আটক পঞ্চগড়ে ৩ মাদকব্যবসায়ীসহ আটক-৭ নওগাঁয় দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাত আটক দিনাজপুরে লিচু গাছে প্রচুর মুকুল,মৌয়ালদের ভীড় বাড়ছে বাগানে মানবতা বিরোধী অপরাধে কুড়িগ্রামে ১৩ রাজাকার গ্রেফতার দিনাজপুরে জ্বর-শ্বাসকষ্টে মারা যাওয়া ব্যক্তি করোনা আক্রান্ত নন খাটের নিচ থেকে টিসিবির বিপুল পরিমাণ সোয়াবিল তেল উদ্ধার, আটক ২ দিনাজপুরে ৪ হাজার ১০৪ বোতল রেক্টিফাইট স্পিরিট উদ্ধার পঞ্চগড়ে বিদেশী মদসহ মাদক ব্যবসায়ী আটক ফেনসিডিলসহ দুই নারী আটক SHARES Matched Content অপরাধ বিষয়: ৪ ডাকাত আটকদিনাজপুরেদেশীয় অস্ত্রসহ