যশোর সীমান্ত থেকে সাড়ে ৯ কিজি স্বর্ণ উদ্ধার

প্রকাশিত: ১:১১ অপরাহ্ণ, নভেম্বর ১৮, ২০২২

অনলাইন ডেস্ক : ভারতে পাচারের সময় যশোরের শার্শার পাঁচভূলােট সীমান্ত থেকে ৯ কেজি ৫৫৮ গ্রাম ওজনের ৮২টি স্বর্ণের বার ও একটি মোটরসাইকেল উদ্ধার করেছে বিজিবি সদস্যরা। এ সময় কাউকে আটক করতে পারেনি তারা।

বৃহস্পতিবার (১৭নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার সময় শার্শায় এ স্বর্ণের চালান আটক করা হয়।

পলাতক আসামি হলেন, বেনাপোল পোর্ট থানাধীন পুটখালি গ্রামের আব্দুল করিমের ছেলে মেহেদী হাসান।

খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, বিপুল পরিমাণ স্বর্ণের একটি চালন ভারতে পাচারের উদ্দেশ্যে শার্শা উপজেলার পাঁচ ভূলাট সীমান্তের রহমত পুর গ্রাম দিয়ে যাবে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে সন্দেহভাজন এক মোটরসাইকেলচালককে গতিরোধ করা জন্য বেরিকেড দেওয়া হয়। এ সময় পলাতক আসামি মেহেদী বেরিকেড অমান্য করে স্পিড বাড়িয়ে স্বর্ণসহ পালাতে গেলে মোটরসাইকেল নিয়ে পড়ে যায়। পরে সে মোটরসাইকেল ফেলে কৌশলে পালিয়ে যায়। পরবর্তীতে মোটরসাইকেলের মধ্য অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৯ কেজি ৫৫৮ গ্রাম ওজনের ৮২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ৬ কোটি ৭৮ লাখ টাকা। এছাড়া উদ্ধারকৃত স্বর্ণ শার্শা থানায় হস্তান্তর করা হবে এবং পলাতক আসামিকে আটকের চেষ্টা চলছে বলে তিনি জানান।