বাংলাদেশ-ভারত শক্তিশালী অংশীদারত্ব গড়ে তুলেছে দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১:১৪ অপরাহ্ণ, নভেম্বর ১৮, ২০২২ স্টাফ রিপোর্টার : স্বাধীনতার ৫০ বছরে বাংলাদেশ-ভারত একটি শক্তিশালী অংশীদারত্ব গড়ে তুলেছে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। ভারতীয় কারিগরি ও অর্থনৈতিক সহযোগিতা (আইটেক) দিবস উপযাপন উপলক্ষে বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশে (আইডিইবি) অডিটোরিয়ামে আয়োজিত সংবর্ধনা ও পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানের আয়োজক ছিলেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা। মোজাম্মেল হক বলেন, বাংলাদেশ-ভারত দু’দেশ ক্রমবর্ধমান বিভিন্ন সেক্টরে সমন্বয়ক করে কাজ করছে। এ সম্পর্ক কূটনীতির জন্য রোল মডেল হিসেবে পরিচিত। তিনি বলেন, আমরা ভারতীয় ভাইদের প্রতি কৃতজ্ঞতা জানাই। মুক্তিযুদ্ধে তাদের অমূল্য জীবন উৎসর্গ করেছেন এবং রক্ত দিয়েছেন। এছাড়া মুক্তিযোদ্ধাদের উত্তরাধিকারীদের বৃত্তি দিচ্ছে ভারত সরকার। আইটেকসহ বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে সব পেশার উন্নয়নে দক্ষতা বাড়াতে প্রশিক্ষণসহ বিভিন্ন বিষয়ে ভারত যে সহযোগিতা করছে, তা বাংলাদেশের জন্য অনন্য সুযোগ জানিয়ে মন্ত্রী বলেন, দু’দেশ ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে উন্নয়নের পথে এগিয়ে যাবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইডিইবির সভাপতি এ কে এম এ হামিদ। Share this:FacebookX Related posts: বাংলাদেশ-ভারত সীমান্তে হত্যা ২০১৯ সালে সর্বোচ্চ ‘ধরিত্রী বাঁচাতে শক্তিশালী বৈশ্বিক জলবায়ু জোট চাই’ অভিন্ন ৬ নদীর পানি বণ্টন নিয়ে বাংলাদেশ-ভারত বৈঠক চলছে বাংলাদেশ-ভারত পানির সমস্যার ৫০ বছরেও কেন সমাধান হয়নি রাজশাহীতে হচ্ছে ১১টি আধুনিক মডেল মসজিদ করোনায় মৃত্যু আড়াই হাজার ছাড়ালো ‘ধর্ষকরা পশুর চেয়েও অধম’ বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ বদলে যাচ্ছে সিটি করপোরেশন, ওয়াসা, পৌরসভা ও পরিষদ কর্তাদের পদবি বীর মুক্তিযোদ্ধার তালিকা প্রকাশ জুনেই পদ্মা সেতুর উদ্বোধন : ওবায়দুল কাদের ‘নির্বাচনকালীন সরকারপ্রধান হবেন শেখ হাসিনা’ SHARES Matched Content জাতীয় বিষয়: অংশীদারত্বগড়ে তুলেছেবাংলাদেশ-ভারতশক্তিশালী