গোপালগঞ্জে ট্রাক-বাসের সংঘর্ষ নিহত ৩, আহত ১৫ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১:০৮ অপরাহ্ণ, নভেম্বর ১৮, ২০২২ অনলাইন ডেস্ক : গোপালগঞ্জে বালুবোঝাই ট্রাকের সাথে যাত্রীবাহী বাসের সংঘর্ষে ঘটনাস্থলে ৩ জন নিহত ও অপর ১৫ জন আহত হয়েছেন। আহতদেরকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) রাত ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপীনাথপুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের পরিদর্শক আবু নাঈম মো. মোফাজ্জেল হক জানান, ঢাকা থেকে ছেড়ে আসা টুঙ্গিপাড়াগামী ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে দাঁড়িয়ে থাকা একটি বালুবোঝাই ট্রাককে পিছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলে বাসের সুপারভাইজার আশিক (২৭) ও ট্রাকচালক সোহাগসহ (৩০) ৩ জন নিহত হন। এ সময় অন্তত আরো ১৫ যাত্রী আহত হন। নিহত সুপারভাইজার আশিক গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলার শ্রীরামকান্দি গ্রামের মৃত আসাদুজ্জামানের ছেলে ও নিহত ট্রাকচালক সোহাগ ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার সাতুল গ্রামের আব্দুর রহমানের ছেলে। অপর নিহত ব্যক্তির পরিচয় এখনো পাওয়া যায়নি। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা হতাতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। ওই পুলিশ কর্মকর্তা আরো জানান, পরিচয় পাওয়া লাশ দুটি স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে। Share this:FacebookX Related posts: গোপালগঞ্জে ট্রাকের চাপায় স্কুল শিক্ষিকা নিহত গোপালগঞ্জে করোনা বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত গরমে তাল শাঁসের কদর বেড়েছে গোপালগঞ্জে গোপালগঞ্জে বাসের ধাক্কায় ইজি বাইক চালক নিহত সাভারে যাত্রীবাহী বাস খাদে আহত ১৫ গোপালগঞ্জে পৃথক স্থান থেকে ২ যুবকের মরদেহ উদ্ধার সবজিভর্তি পিকআপ উল্টে নিহত ৩ অবৈধ বিদ্যুৎ সংযোগ থেকে অগ্নিকাণ্ড, নিহত ৩ পিকআপে ট্রেনের ধাক্কায় নিহত ৩ গোপালগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু বিদ্যুৎস্পর্শে নিহত ৩ গোপালগঞ্জে ব্যবসায়ী হত্যার মামলায় দুজনের মৃত্যুদণ্ড SHARES Matched Content ঢাকা বিভাগ বিষয়: আহত-১৫গোপালগঞ্জেট্রাক-বাসের সংঘর্ষনিহত-৩