কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি ওয়াহাব, সম্পাদক কাজল

প্রকাশিত: ২:১৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৫, ২০২২

অনলাইন ডেস্ক ; নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবে দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে সৈয়দ আব্দুল ওয়াহাব ২১ ভোট পেয়ে সভাপতি ও লিয়াকত আলী চৌধুরী কাজল ১৬ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শনিবার বিকালে অনুষ্ঠিত সম্মেলনে গোপন ব্যালটের মাধ্যমে ৩০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন কেন্দুয়া উপজেলা কৃষি সম্পসারণ অফিসার তারিক আজিজ। সার্বিক সহযোগিতায় ছিলেন, প্রেসক্লাবের সদস্য নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক আশরাফ উদ্দিন ভূঞা, যুগ্ম আহবায়ক সুনীল পোদ্দার ও এডভোকেট রফিকুল ইসলাম।

সম্মেলনের প্রথম পর্বে অ্যাড. আব্দুল কাদির ভূঞার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লিয়াকত আলী চৌধুরী কাজলের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল।

এ ছাড়াও বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার কাবেরী জালাল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. আসাদুল হক ভূঞা, কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মো. আলী হোসেন পিপিএম, কেন্দুয়া প্রেসক্লাবের সদস্য ও ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি লাভলু পাল চৌধুরী।

এ ছাড়াও কেন্দুয়া প্রেসক্লাবের সকল সদস্যগণ, বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিকদবৃন্দ, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং সুধীজন উপস্থিত ছিলেন।