ধোবাউড়া প্রেসক্লাবে সাংবাদিকদের পিপিই বিতরণ

প্রকাশিত: ৫:৩০ অপরাহ্ণ, এপ্রিল ৫, ২০২০

কামরুল হাসান,ধোবাউড়া : শনিবার বিকেলে করোনা ভাইরাস মোবাবেলায় ময়মনসিংহের ঐতিহ্যবাহী ধোবাউড়া প্রেসক্লাবে সাংবাদিকরা সুরক্ষিত হয়ে মাঠে কাজ করার জন্য আনুষ্ঠানিক ভাবে পিপিই বিতরণ করেন ওমর ফাউন্ডেশনের পরিচালক মোঃ সালমান ওমর রুবেল।

এ সময় তিনি বলেন, দেশের এই ক্লান্তি লগ্নে নোভেল করোনা ভাইরাসে আজ মানুষ দিশেহারা, খেটে খাওয়া মানুষগুলি অনাহারে কষ্টে দিন যাপন করছে। তিনি ধোবাউড়া হালুয়াঘাটের মানুষের পাশে থেকে অতীতের ন্যায় কাজ করে যেতে চান । তারই ধারাবাহিকতায় সাংবাদিকদের মাঝে পিপিই বিতরণের মাধ্যমে কাজ শুরু করেন।

ধোবাউড়া প্রেসক্লাবের পক্ষে সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম সালমান ওমর রুবেলকে অভিনন্দন জানিয়ে পিপিই গ্রহন করেন। এসময় উপস্থিত ছিলেন, ধোবাউড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল ফজল, প্রভাষক রুকনুজ্জামান রুবেল, বুলবুল আহম্মেদ, সাংবাদিক মঞ্জুরুল হক, কবির উদ্দিন, সুলতান মামুন রতন, রফিকুল ইসলাম, ফজলুল হক ফকির, কামরুল হাসান,আলী আজগর হাসান, আনিছুর রহমান প্রমূখ।

উল্লেখ্য সালমান ওমর রুবেল ইতিপূর্বে বিভিন্ন দূর্যোগ মুহুর্তে মানুষের পাশে দাঁড়িয়ে টিনসহ আর্থিক অনুদান দিয়েছেন। এছাড়াও ওমর ফাউন্ডেশনের পক্ষ থেকে বিনামূল্যে চক্ষু ক্যাম্পের মাধ্যমে চোখের ছাঁনি অপারেশনসহ নানা সেবামূলক কাজ করে সাধারণ মানুষের পাশে থেকে কাজ করছেন মোঃ সালমান ওমর রুবেল। তিনি হালুয়াঘাট উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।