হালুয়াঘাট প্রেসক্লাবের কার্যকরী সংসদ নির্বাচনে ২৪ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৩:৫৪ অপরাহ্ণ, নভেম্বর ২৫, ২০২০ জোটন চন্দ্র ঘোষ,হালুয়াঘাট : ময়মনসিংহের হালুয়াঘাট প্রেসক্লাবের কার্যকরী সংসদ নির্বাচন-২০২০ তফসিল অনুযায়ী আগামী ১৮ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। গত ২২-২৩ নভেম্বর সন্ধ্যা ৭.৩০ থেকে রাত ৯ টা পর্যন্ত মনোয়নপত্র ক্রয় করেন প্রতিদন্ধী প্রার্থীগণ। এরই ধারাবাহিকতায় গত ২৪ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনারের নিকট ১১ টি পদের বিপরিতে ২৪ জন প্রতিদন্ধী প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। সভাপতি পদে মোঃ বাবুল হোসেন, মোহাম্মদ শাহ্ আলম, সাইফ জামান, সাধারণ সম্পাদক পদে হুমায়ুন কবীর মানিক, জোটন চন্দ্র ঘোষ, আব্দুর রাজ্জাক, সহ সভাপতি পদে শুভাশীষ সরকার ও মাসুদ রানা, যুগ্ম সম্পাদক পদে সাইফুল ইসলাম, আনছারুল হক রাসেল, মনিরুজ্জামান মনির ও আব্দুল হক লিটন, সাংগঠনিক সম্পাদক পদে দেওয়ান নাঈম ও আব্দুল খালেক, দপ্তর সম্পাদক পদে শাহাদত আলী ও রফিকুল্লাহ চৌধুরী মানিক, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক পদে আব্দুল আওয়াল ও মাজহারুল ইসলাম মিশু , প্রচার সম্পাদক পদে সাইদুর রহমান রাজু ও সৈয়দ তরিকুল্লাহ আশরাফী, সদস্য পদে আব্দুল হামিদ, দুলাল রায়, প্রাণতোষ চন্দ্র দে ও জুলফিকার আলী জুলমত। ৩০ জন ভোটারের মধ্যে ১১ টি পদে ২৪ জন মনোনয়নপত্র ক্রয় করেন। তফসিল অনুযায়ী আগামী ১৮ ডিসেম্বর সকাল ৯ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ভোট গ্রহন প্রেস ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হবে। উক্ত নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন শহীদ স্মৃতি কলেজের সাবেক অধ্যাপক ফরিদ উদ্দিন আহমদ, সহকারী নির্বাচন কমিশনার অধ্যাপক জালাল উদ্দিন ও অধ্যাপক মাহবুবুর রহমান। Share this:FacebookX Related posts: হালুয়াঘাট প্রেসক্লাবের নব-গঠিত কমিটির পক্ষ থেকে সাংসদ জুয়েল আরেং কে ফুলেল শুভেচ্ছা জনপ্রিয় অনলাইন পত্রিকা “দৈনিক সময় সংবাদ”র জন্য সংবাদকর্মী আবশ্যক ধোবাউড়ায় ঘুষের প্রতিবাদ করায় সাংবাদিকের বিরুদ্ধে মামলার হুমকি গৌরীপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি রায়হান,সম্পাদক লিটন সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে শেরপুরে মানববন্ধন সংবাদ প্রকাশের পর কর্মস্থলে উপস্থিত হয়েছেন হালুয়াঘাটের সেই ১৯ কর্মকর্তা গৌরীপুরে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছে গণমাধ্যম কর্মীরা হালুয়াঘাটে সাংবাদিকদের সাথে ওসি’র মতবিনিময় ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতির ইন্তেকাল ভালুকার সাংবাদিক ওয়াদুদ মিয়া আর নেই গৌরীপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হালুয়াঘাটে এশিয়ান টিভির ৮ম বর্ষপূর্তি পালন SHARES Matched Content দেশের খবর বিষয়: ২৪ প্রার্থীরকার্যকরী সংসদ নির্বাচনেমনোনয়ন পত্র দাখিলহালুয়াঘাট প্রেসক্লাবের