পূর্বধলায় সাংবাদিকদের সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা

প্রকাশিত: ১০:২০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০২০

নিজস্ব প্রতিবেদক : নেত্রকোনা জেলা প্রশাসন চলতি মাসে এক লাখ মাস্ক বিতরণের উদ্যোগ নিয়েছে। এরই ধারাবাহিকতায় পূর্বধলা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে স্থানীয় সাংবাদিকদের সাথে আনুষ্ঠানিকভাবে বুধবার (২ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ে দুপুর ১২টায় ব্যাপক প্রচারের লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম বলেন, বর্তমান কোভিড-১৯ চলাকালীন আমাদের সবাই সুরক্ষিত থাকতে হবে তার জন্য মাস্ক পরিধানসহ অন্যান্য সকল নিয়ম কানুন মেনে চলতে হবে। জেলা প্রশাসন চলতি মাসে এক লাখ মাস্ক বিতরণের উদ্যোগের অংশ হিসেবে নেত্রকোনার সমস্থ উপজেলায় আগামী ১০ সেপ্টেম্বর একযোগে বিতরণ অনুষ্ঠানে পূর্বধলা উপজেলায় প্রত্যেকটি ইউনিয়নে দুইটি করে ক্যাম্প স্থাপনের মাধ্যমে ১০০০০ মাক্স বিতরণ করা হবে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন, উপজেলা কৃষি কর্মকর্ত মো. শফিকুল ইসলাম, প্রেসক্লাবের সহ-সভাপতি অধ্যক্ষ শফিকুজ্জামান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জায়েজুল ইসলাম, সিনিয়র সদস্য জুলফিকার আলী শাহিন, সাংবাদিক মোঃ এমদাদুল ইসলাম, রিপোর্টার্স ক্লাবের আহ্বায়ক মোঃ হাবিবুর রহমান,মো: শফিকুল ইসলাম প্রমুখ।