ঝিনাইদহে সাপের কামড়ে শিক্ষকের মৃত্যু

প্রকাশিত: ২:২০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৫, ২০২২

অনলাইন ডেস্ক ; ঝিনাইদহে সাপের কামড়ে মধুপুর হাইস্কুলের প্রধান শিক্ষক বদিউজ্জামান এপোর (৫০) মৃত্যু হয়েছে। শনিবার দিবাগত মধ্যে রাতে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।

বদিউজ্জামান ঝিনাইদহ সদর উপজেলার এস্তেকাপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আমিরুল ইসলামের ছেলে।

গ্রামবাসী ও স্বজনরা জানান, বদিউজ্জামান শনিবার রাত ১০টার দিকে নিজ পুকুরের পাড়ে সেলো মেশিন চালু করতে যান। এ সময় সাপে কামড় দেয়। কিন্তু পরিবারকে তিনি কোনো কিছিু জানাননি। এর পর বিষের যন্ত্রণায় কাতর হয়ে পড়েন। মুমূর্ষু অবস্থায় পরিবারের লোকজন তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যায়। পথিমধ্যে রাত একটার দিকে মৃত্যু হয় বদিউজ্জামানের।

বদিউজ্জামানের বন্ধু লিটন জানান, এস্তেকাপুর থেকে সদর হাসপাতালে পৌঁছতে বিশ মিনিটের লাগার কথা। সাপে কাটার পর পৌনে তিন ঘণ্টার মতো জীবিত ছিল বন্ধু বদিউজ্জামান। একজন শিক্ষিত মানুষের এরকম পরিণতি দেখে মর্মাহত হলাম। এ ধরনের বেদনাদায়ক মৃত্যু মেনে নেওয়া যায় না।

ঝিনাইদহ সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক বলেন, হাসপাতালে পৌঁছানোর আগেই প্রধান শিক্ষককের মৃত্যু হয়েছে। সাপে কাটার প্রথম ঘণ্টায় হাসপাতালে আসলে চিকিৎসা দিয়ে তাকে সুস্থ করা যায়।