গৌরীপুরে বর্ণাঢ্য আয়োজনে সাংবাদিক ঐক্য ফোরামের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রকাশিত: ৩:১৮ অপরাহ্ণ, জানুয়ারি ২৫, ২০২০

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শনিবার (২৫ জানুয়ারী) ময়মনসিংহের গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে কর্মসূচীর মধ্যে ছিল বেলা সাড়ে ১১ টায় বর্ণাঢ্য র‌্যালি এবং র‌্যালি শেষে স্থানীয় বেগ প্লাজার ৩য় তলায় কেককাটা ও আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি।

গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি বেগ ফারুক আহম্মেদের সভাপতিত্বে ও সহ সভাপতি মশিউর রহমান কাউসারের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিধূ ভূষণ দাস, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ আব্দুর রহিম, গৌরীপুর থানার ওসি মোঃ বোরহান উদ্দিন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলী আহাম্মদ খান সেলভী,গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক কাজী এম.এ মোনায়েম,গৌরীপুর সরকারি কলেজের প্রাক্তন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ হাবিব উল্লাহ,গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ম.নুরুল ইসলাম,

গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল হোসেন জুয়েল, উপজেলা আওয়ামীলীগের সাংগঠিনিক সম্পাদক আবুল কালাম আজাদ, সাংবাদিক ঐক্য ফোরামের সাধারণ সম্পাদক ফারুক আহাম্মদ,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি,উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া ইসলাম ডলি,সাংবাদিক আজম জহিরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মোঃ হাবিব উল্লাহ, আব্দুল্লাহ আল আমিন জনি, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ মতিউর রহমান, বিশিষ্ট লেখক মোঃ ফজলুল হক প্রমুখ। এতে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।