কেন্দুয়ায় সংবর্ধিত হলেন যুগলবন্দী কাব্যগ্রন্থের দুই কবি

প্রকাশিত: ৪:২২ অপরাহ্ণ, জানুয়ারি ৩১, ২০২০

নিজস্ব প্রতিবেদক : সংবর্ধিত হলেন যুগলবন্দী কাব্যগ্রন্থের দুই কবি নেহাল হাফিজ ও কবি আয়েশ উদ্দিন ভূঞা। কেন্দুয়া সরকারি কলেজের আয়োজনে বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরে কলেজের সম্মেলন কক্ষে এ সংবর্ধনা দেয়া হয়।

সংবর্ধনা জবাবে প্রতিক্রিয়া ব্যক্ত করে দেশ বরেণ্য কবি হেলাল হাফিজের ছোট ভাই কবি নেহাল হাফিজ ও কবি আয়েশ উদ্দিন ভূইয়া বলেন এ সম্মান আমাদেরকে নয় সাহিত্য সংস্কৃতিকে উঁচু মানের সম্মান দেয়া। অমর একুশে গ্রন্থমেলা ২০২০ উপলক্ষে কবি যুগলের কাব্যগ্রন্থ যুগলবন্দি প্রকাশিত হয়।

কলেজের সহকারি অধ্যাপক মোজাম্মেল হকের সভাপতিত্বে ও সহকারি অধ্যাপক কবি আবুল বাশার মিয়ার পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল-ইমরান রুহুল ইসলাম।

এছাড়া বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাশেদুজ্জামান, প্রগতি পাঠ চক্রের প্রতিষ্ঠাতা সভাপতি, কেন্দুয়া সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ রণেন সরকার, পারভীন সিরাজ মহিলা কলেজের গর্ভর্নিং বডির সভাপতি কামরুল হাসান ভূইয়া, কবি-সাংবাদিক সমরেন্দ্র বিশ্বশর্মা, প্রভাষক বদিউজ্জামান বকুল, শিক্ষার্থী রাজশ্রী সরকার মেধা প্রমুখ।

সংবর্ধিত কবিদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি। অনুষ্ঠানের শুরুতে কবিতা আবৃত্তি করেন, কবি মাহবুবা খান দীপান্বিতা। কেন্দুয়া সরকারি কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ ও উপজেলার বিভিন্ন সাংস্কৃতিক, সামাজিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।