চিতলমারীতে প্রথম করোনা রুগি সনাক্ত,পরিবারসহ গ্রাম লকডাউন

প্রকাশিত: ৫:১৩ অপরাহ্ণ, এপ্রিল ১৫, ২০২০

বিভাষ দাস, চিতলমারী : বাগেরহাটের চিতলমারীতে করোনা ভাইরাসে আক্রান্ত একজন রোগি সনাক্ত হয়েছে। সম্প্রতি তিনি চাকুরীস্থল মাদারীপুর থেকে ৯ এপ্রিল গ্রামের বাড়ীতে আসেন। তার হালকা জ¦র কাশির লক্ষন দেখা দিলে এলাকার লোকজন উপজেলা প্রশাসনকে খবর দেয়।

গত ১১ তারিখ উপজেলা স্বাস্থ্য দপ্তর থেকে করোনা সন্দেহে তার নমুনা সংগ্রহ করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। ১৪ এপ্রিল সন্ধ্যার দিকে খুলনা মেডিকেল হাসপাতাল থেকে তার রিপোর্ট পজেটিভ আসে। নোবেল করোনা ভাইরাসে আক্রান্ত ওই ব্যক্তি উপজেলার পাটরপাড়া গ্রামের হাসান মোল্লার ছেলে কবিরুল মোল্লা (৩৫)। তিনি মাদারী পুরে এক মসজিদের ইমাম হিসেবে কর্মরত ছিলেন বলে পরিবার সূত্রে জানা যায়।

বুধবার বেলা ২টার দিকে চিতলমারী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মারুফুল আলম সাংবাদিকদের করোনা ভাইরাসে আক্রান্ত রুগি সনাক্তের তথ্য নিশ্চিত করেছেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, আক্রান্ত ব্যক্তির পরিবার ও গ্রাম লকডাউন করা হয়েছে।