হাতিয়ায় সমিতির কোটি টাকা অত্মসাৎ, প্রতিবাদে মানববন্ধন দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১২:৪৩ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০২২ অনলাইন ডেস্ক : নোয়াখালীর হাতিয়ায় জাহাজমারা সমবায় সমিতি নামে একটি সংগঠনের প্রায় এক কোটি ৭৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন করেছেন সমিতির সদস্যরা। শুক্রবার সকালে উপজেলা পরিষদের সামনে সংগঠনের সভাপতির বিরুদ্ধে এই মানববন্ধন করেন তারা। সমিতির সদস্যরা জানান, নিজেদের আর্থিক কল্যাণে মাসে ১০ হাজার টাকা সঞ্চয় জমা রাখার নিয়মে একটি সমবায় সমিতি করেন তারা। জাহাজমারা বাজারের ব্যবসায়ীদের অংশগ্রহণে করা হয় এই সমিতি। এতে সদস্য করা হয় ২০০ জনকে। ২০১২ সাল থেকে এই সমিতি কার্যক্রম শুরু করে। কিছুদিন পর তিনজনের উপদেষ্টা পরিষদ রেখে সংগঠনের কার্যকরী পরিষদের সভাপতি করা হয় জাহাজমারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু সোলাইমানকে। নতুন কমিঠি গঠন হওয়ার পর সমিতির টাকায় জেলা সদরে সমিতির নামে ৫৬০ শতক জায়গা ক্রয় করা হয়। সভাপতি হওয়ার কিছু দিন পর থেকে নিজের খেয়াল খুশি মতো কার্যক্রম চালিয়ে যান মো. সোলাইমান। ইতোমধ্যে তিনি সমিতির জায়গা প্রতি শতক ৫০ হাজার টাকা ধরে বিক্রি করে দেন। সমিতির হিসাব ও জায়গা বিক্রির বিষয়ে সদস্যদের তিনি কিছুই জানাননি। পরে খোঁজ নিয়ে দেখা যায়, সমিতির নিজস্ব ব্যাংক হিসাবে রাখা ৪০ লাখ টাকাও তিনি উত্তোলন করেছেন। সভাপতির নিজের মত করে করা এসব কাজের বিষয়ে সদস্যদের চাপের মুখে গত বছর একটি সালিশ বৈঠক হয়। জাহাজমারা বাজার বণিক ও গন্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে হওয়া বৈঠকে তিনি সমিতির হিসাব বুঝিয়ে দেওয়ার জন্য কিছু দিন সময় নেন। পরে আর সেই হিসাব দেননি। ইতোমধ্যে এসব বিষয়ে আইনশৃংখলা বাহিনী ও স্থানীয় সংসদ সদস্যের কাছে লিখিতভাবে জানানো হয়। কিন্তু তাতেও কোনো ফল পাওয়া যায়নি। বাদ্য হয়ে আজ তারা মানববন্ধন করেছেন। উপজেলা পরিষদের সামনে করা মানববন্ধনে সমিতির শতাধিক সদস্য উপস্থিত ছিলেন। তারা উপজেলা পরিষদের সামনের প্রধান সড়কে এক ঘণ্টার মতো দাঁড়িয়ে ছিলেন। মানববন্ধনে বক্তব্য রাখেন সমিতির সিনিয়র সদস্য মো. এমরান হোসেন ও মো. সিরাজ। এ সময় প্রধান সড়কে তীব্র জানজট শুরু হয়। পরে সবাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার কার্যালয়ে গিয়ে লিখিত অভিযোগ দেন। Share this:FacebookX Related posts: নোয়াখালীর হাতিয়ায় তলিয়ে গেছে ৪ ইউনিয়ন হাতিয়ায় যুবকের লাশ উদ্ধার হাতিয়ায় ঝড়ে শতাধিক ঘরবাড়ী বিদ্ধস্ত, বজ্রপাতে আহত ৪ হাতিয়ায় মেঘনা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার হাতিয়ায় পূর্ণিমার জোয়ারে ৩ ইউনিয়নের ১০ গ্রাম প্লাবিত হাতিয়ায় এক ডাক্তারসহ নতুন আক্রান্ত ১৭জন হাতিয়ায় ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত সর্দার নিহত হাতিয়ায় স্বাস্থ্যকর্মী নিয়োগে প্রতারনার অভিযোগে এক ব্যক্তি আটক হাতিয়ায় ইটভাঁটাকে ৫০ হাজার টাকা জরিমানা হাতিয়ায় গৃহবধূ নির্যাতনের ঘটনায় গ্রেফতার ৫ হাতিয়ায় ইউএনওর প্রত্যাহার দাবিতে শিক্ষকদের বিক্ষোভ হাতিয়ায় ৩০ বছর পর ইউপি নির্বাচন: সহিংসতা এড়াতে মতবিনিময় SHARES Matched Content চট্টগ্রাম বিভাগ বিষয়: কোটি টাকা অত্মসাৎপ্রতিবাদে মানববন্ধনসমিতির টাকাহাতিয়ায়