ময়মনসিংহে নিষিদ্ধ ঘোষিত জেএমবি’র ৫ সক্রিয় সদস্য আটক দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ২:৩৭ অপরাহ্ণ, জুন ১, ২০২০ ময়মনসিংহে নিষিদ্ধ ঘোষিত জেএমবি’র ৫ সক্রিয় সদস্য আটক স্টাফ রিপোর্টার : র্যাব-১৪ এর সিপিএসসি (ক্রাইম প্রিভেনশন স্পেশালাইজড কোম্পানী) কর্তৃক ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানাধীন নালীখালী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমান উগ্রবাদী বই লিফলেটসহ পাঁচ জন নিষিদ্ধ ঘোষিত জেএমবি(জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশ ) এর সক্রিয় সদস্যকে আটক করেছেন। ময়মনসিংহ র্যাব-১৪ কর্তৃক প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে সহকারী পুলিশ সুপার ও মিডিয়া অফিসার মোঃ তফিকুল আলম জানান, র্যাব-১৪ এর সিপিএসসি এর একটি আভিযানিক দলগোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানাধীন নালীখালী গ্রামের জনৈক আনাম এর বাড়িতে কতিপয় নিষিদ্ধ ঘোষিত জেএমবি’র সদস্যগণ একত্রিত হয়ে নাশকতা করার উদ্দেশ্যে গোপন বৈঠক করছে। উক্ত গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৪, সিপিএসসি এর আভিযানিক দলগত ৩১ মে ২০২০ তারিখ ভোর ০৩.৪০ ঘটিকার সময় ঘটনাস্থলে পৌঁছলে র্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর সময় আসামী ১। মনোয়ার হোসেন @ মাজন (২৪), ২। সানোয়ার হোসেন @ সাজন (২৪),উভয় পিতা- চাঁন মাহমুদ, ৩। মোঃ শফিকুল ইসলাম (৪৩), পিতা-মোঃ সৈয়দ আলী, ৪। মোঃ মোস্তফা (৩০), পিতা-মোঃ জালাল উদ্দিন সর্ব সাং- নটাকুড়ি, ৫। আব্দুস সামাদ (৪০), পিতা-মৃত শাহাদ আলী, সাং-গোয়ালিয়াবাড়ী, সর্ব থানা- মুক্তাগাছা, জেলা- ময়মনসিংহদের আটক করা হয় এবং তাদের হেফাজত থেকে বিপুল পরিমান উগ্রবাদী বই ও লিফলেটসহ বিভিন্ন উগ্রবাদী ভিডিও সহ ০৩ টি মোবাইল উদ্ধার করা হয়। এ সময় অজ্ঞাতনামা ৪/৫ জন দৌড়ে পালিয়ে যেতে সক্ষম হয়। বিপুল পরিমান উগ্রবাদী বই লিফলেট গ্রেফতারকৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায় যে, দীর্ঘদিন যাবৎ তারা বিভিন্ন ইসলামি মুফতি যেমন জামিলুদ্দীন, জসীমুদ্দীন রাহমানীসহ প্রভৃতি বক্তার বয়ান শুনত এবং এইসব শুনে তারা উগ্রবাদের প্রতি উদ্ভুদ্ধ হয় ও জেএমবি এর সমর্থক এবং সক্রিয় সদস্য হয়ে উঠে। তারা একই চিন্তা-চেতনার অধিকারী হওয়ায় তাদের মধ্যে একে অপরের সাথে অল্প সময়ের মধ্যে সখ্যতা গড়ে উঠে এবং উগ্রবাদের প্রতি আকৃষ্ট হয়ে নাশকতার প্রতি উদ্ভুদ্ধ হয়। উল্লেখিত আসামীগণ নিজেদেরকে জেএমবি এর সক্রিয় সদস্য হিসাবে পরিচয় দেয়। আসামীগণ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের জন্য বিভিন্ন কৌশলে কাজ করত এবং সংগঠনের জন্য নিয়মিত চাঁদা (ইয়ানত) উত্তোলন করে সংগঠনের তহবিল সংগ্রহে ভূমিকা রাখত। এ ছাড়াও সংগঠনের সক্রিয় সদস্য হিসেবে তাদের যেকোন নাশকতামূলক কর্মকান্ডের পরিকল্পনা ছিল । উপরোক্ত ঘটনা সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানায় মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন। Share this:FacebookX Related posts: ময়মনসিংহে হেরোইনসহ আটক-১ ময়মনসিংহে ৩ কেজি গাঁজা ও নগদ টাকাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ময়মনসিংহে গাঁজাসহ গ্রেফতার-১ ময়মনসিংহে ৭০০ গ্রাম গাঁজা ও নগদ টাকাসহ গাঁজা ব্যবসায়ী আটক ময়মনসিংহে টিসিবি’র ৪২ লিটার সয়াবিন তেল উদ্ধার আটক-২ ময়মনসিংহে বিদেশী পিস্তল ও গুলি ভর্তি ম্যাগাজিনসহ গ্রেফতার-১ ময়মনসিংহে তিন ভেজাল ওষুধ ব্যবসায়ীর কারাদন্ড ময়মনসিংহে ৬.৫ লিটার দেশীয় মদ, মাদক বিক্রির নগদ টাকাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার ময়মনসিংহে ৫৮৫ বোতল ফেন্সিডিল, ২৭ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক গৌরিপুরে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি’র এক সক্রিয় সদস্য আটক ময়মনসিংহে ৪ বৎসরের শিশু ধর্ষণ মামলার প্রধান আসামী আটক ময়মনসিংহে টিসিবির ১৫০ বস্তা চিনি উদ্ধার অবৈধ মজুদদার গ্রেফতার SHARES Matched Content অপরাধ বিষয়: ৫ সক্রিয় সদস্য আটকজেএমবি’রনিষিদ্ধ ঘোষিতময়মনসিংহে