ময়মনসিংহে ৯০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশিত: ১২:০৮ পূর্বাহ্ণ, জুন ১৪, ২০২২

স্টাফ রিপোর্টার : ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন দীঘারকান্দা থেকে ৯০০ পিস ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন র‌্যাব-১৪।

ময়মনসিংহ র‌্যাব-১৪ এর পুলিশ সুপার ও মিডিয়া অফিসার এর পক্ষে অধিনায়ক মাসুরা বেগম প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানান, অদ্য ১৩/০৬/২০২২ খ্রিঃ তারিখ বেলা ১১.৫৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন দীঘারকান্দা বাইপাস হতে মুক্তাগাছাগামী সড়কের পাশে অবস্থিত জনৈক হেলাল এর অস্থায়ী ফলের দোকানের সামনে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামী মোঃ সোহাগ মিয়া (২২), পিতা- মোঃ সহিদুল ইসলাম, সাং- দাপুনিয়া, থানা- কোতোয়ালী, জেলা- ময়মনসিংহকে গ্রেফতার করে এবং ধৃত আসামীর হেফাজত হতে উদ্ধারকৃত আলামত (র) ৯০০ (্নয়শত) পিস ইয়াবা ট্যাবলেট, (রর) ইয়াবা ট্যাবলেটের গুড়া ০৫(পাঁচ) গ্রাম, (ররর) মলা শুঁটকি মাছ ৪৫০ গ্রাম, (রা) দুইটি বাটন মোবাইল ফোন, (া) বাংলাদেশী টাকার বিভিন্ন প্রকার নোটের নগদ ৮০/- (আশি) টাকা উদ্ধার পূর্বক জব্দ করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন যাবত ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছে। এই সমস্ত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে যথাযথ আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।