ময়মনসিংহে ৪ বৎসরের শিশু ধর্ষণ মামলার প্রধান আসামী আটক

প্রকাশিত: ১২:৪০ পূর্বাহ্ণ, অক্টোবর ১৯, ২০২০
ময়মনসিংহে ৪ বৎসরের শিশু ধর্ষণ মামলার প্রধান আসামী আটক

স্টাফ রিপোর্টার : র‌্যাব-১৪,ব্যাটালিয়ন সদর কর্তৃক ময়মনসিংহ জেলার ভালুকা থানাধীন ভরাডোবা এলাকায় সাড়ে ৪ বৎসরের শিশু ধর্ষণ মামলার একমাত্র এবং প্রধান আসামী গফরগাঁও থানাধীন গরুর হাট বাজার এলাকা থেকে আটক করেছেন।

ময়মনসিংহ র‌্যাব-১৪ কর্তৃক প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে সিনিয়র সহকারি পুলিশ সুপার ও মিডিয়া অফিসার সমীর সরকার জানান গত ১১/১০/২০২০ খ্রিঃতারিখ ১২.০০ ঘটিকার সময় ময়মনসিংহ জেলার ভালুকা থানাধীন ভরাডোবা এলাকার মুদি দোকানের ব্যবসায়ী মোঃ সেলিম মিয়া (৪৫) পিতা-মৃত তাহের মুন্সি, সাং- ভরাডোবা, থানা- ভালুকা, জেলা-ময়মনসিংহ প্রতিবেশী রিক্সা চালক এর সাড়ে ৪ বৎসরের শিশুকে মজা দেওয়ার কথা বলে মাটির দেওয়াল বিশিষ্ট চৌচলা টিনের ঘরের ভিতর নিয়ে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে।

ধর্ষণ জনিত ব্যথার কারণে পরদিন অর্থাৎ গত ১২/১০/২০২০খ্রিঃ তারিখ শিশুটি তার মাকে ঘটনার বিষয়ে বিস্তারিত জানায়। পরবর্তীতে ভিকটিমের পিতা শিশুটিকে চিকিৎসার জন্য ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। অতঃপর ভিকটিমের পিতা রিক্সা চালক গত ১৩/১০/২০২০খ্রিঃ তারিখ ধর্ষক মোঃ সেলিম মিয়ার বিরুদ্ধে ভালুকা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
দৈনিক সময় সংবাদ
যার মামলা নং-১৬ তারিখ ১৩ অক্টোবর ২০২০খ্রিঃ ধারা-২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী-২০০৩) এর ৯(১)। ঘটনাটি অত্যন্ত ¯পর্শ কাতর বিষয় হিসেবে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বর্ণিত আসামীকে আইনের আওতায় আনার জন্য র‌্যাব-১৪ এর একটি আভিযানিক দল ঘটনার বিষয়ে ছায়া তদন্ত শুরু করেন এবং আসামীকে গ্রেফতারের নিমিত্তে অভিযান পরিচালনা করেন।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-১৪, ব্যাটালিয়ন সদর এর একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামীর অবস্থান নির্ণয় পূর্বক গত ১৭ অক্টোবর ২০২০খ্রিঃ তারিখ রাত ২২.১৫ ঘটিকায় গফরগাঁও থানাধীন গরুর হাট বাজার এলাকা হতে উক্ত ধর্ষণ মামলার একমাত্র প্রধান আসামী মোঃ সেলিম মিয়াকে গ্রেফতার করতে সক্ষম হয়।গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে বর্ণিত ঘটনার সাথে সম্পৃক্ততার কথা স¦ীকার করেন। গ্রেফতারকৃত আসামীকে ভালুকা থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।