ময়মনসিংহে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশিত: ৭:১৪ অপরাহ্ণ, জুন ২৮, ২০২১

স্টাফ রিপোর্টার : ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন শম্ভুগঞ্জ এলাকা থেকে গাঁজাসহ ১জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪।

ময়মনসিংহ র‌্যাব-১৪ এর সহকারী পরিচালক লিগ্যাল এন্ড মিডিয়া অফিসার এর পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হান্নানুল ইসলাম প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গত ২৭/০৬/২০২১ খ্রিঃ তারিখ অনুমান ১৭.১০ ঘটিকার সময় র‌্যাব-১৪ ময়মনসিংহের একটি আভিযানিক দল ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন শম্ভুগঞ্জ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে আসামী ১। মোঃ আলমগীর হোসেন (২৪), পিতা- মৃত শফিক, সাং- বিহাইরপীরবাড়ি, থানা-সদর,জেলা- ব্রাহ্মণবাড়িয়া’কে গ্রেফতার করতে সক্ষম হয়। ধৃত আসামীর হেফাজতে থাকা প্লাস্টিকের বস্তা হতে কস্টেপ দ্বারা মোড়ানো অবস্থায় ০৬ টি বান্ডিলে মোট ২০কেজি ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

দৈনিক সময় সংবাদ
গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবৎ ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাসহ বিভিন্ন এলাকায় অবৈধ মাদকদ্রব্য গাজা ক্রয়-বিক্রয় করে আসছে। এ সকল অবৈধ মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে। উক্ত বিষয়ে ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানায় মামলা দায়ের করা হয়েছে।