ময়মনসিংহে ফেন্সিডিল ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশিত: ৩:৫৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০২০

স্টাফ রিপোর্টার : ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন আকুয়া ওয়ারলেছ এলাকা হতে ০১ জন মাদক ফেন্সিডিল ব্যবসায়ীকে গ্রেফতার ও ৭৭ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছেন র‌্যাব-১৪, ময়মনসিংহ। ময়মনসিংহ র‌্যাব-১৪ কর্তৃক প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে সহকারী পুলিশ সুপার ও মিডিয়া অফিসার মোঃ তফিকুল আলম জানান,

গত ২০-০২-২০২০ইং তারিখে ১৬.৩৫ ঘটিকায় র‌্যাব-১৪, সিপিএসসি, আকুয়া ওয়ারলেছ এলাকায় একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মেজর মোঃ শিবলী সাদিক, পিএসসি, র‌্যাব-১৪, সিপিএসসি এর নেতৃতে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন আকুয়া ওয়ারলেছ আলবুরুজ কিন্ডার গার্ডেন স্কুলের পূর্ব পাশে জনৈক সিরাজুল ইসলামের বাড়ীর সামনে রাস্তার উপর অভিযান পরিচালনা করে আসামী মোঃ শাহজাহান @ সাজু (৪৮), পিতা-মৃত তোতামিয়া, সাং-আকুয়া ওয়ারলেছ, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয়।

উপস্থিত সাক্ষীদের সম্মুখে তার হেফাজতহতে ৭৭ বোতল (সাতাত্তর) বোতল ফেন্সিডিল ও ০১টি মোবাইল সেট উদ্ধার করা হয়। প্রাথমিক ভাবে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, উক্ত আসামী ঘটনাস্থলে মাদক ফেন্সিডিল বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করিতেছিল এবং দীর্ঘ দিনযাবৎ ময়মনসিংহ জেলার বিভিন্ন থানা এলাকায় মাদক ফেন্সিডিল ক্রয়/বিক্রয় করিয়া আসিতেছে। ধৃত আসামী একজন পেশাদারমাদক ফেন্সিডিল ব্যবসায়ী বলে স্বীকার করে।

এ ব্যাপারে র‌্যাব বাদী হয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।